Ajker Patrika

ইব্রা-হালান্ডের এজেন্টকে ৪ মাসে দুবার মেরে ফেলেছে সংবাদমাধ্যম! 

ইব্রা-হালান্ডের এজেন্টকে ৪ মাসে দুবার মেরে ফেলেছে সংবাদমাধ্যম! 

পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন। 

সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে। 

ইউরোপের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো রাইওলার মৃত্যুর গুজব রটিয়েছেএকটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’ 

জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে মিনো রাইওলা। ফাইল ছবি পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’ 

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত