অবশেষে যেন ‘মুক্তি’ পেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুম গ্রুপ পর্ব পেরোতে না পারার আক্ষেপের মুক্তি। গতকাল পোর্তোকে হারিয়ে ২০২১ সালের পর আবারও শেষ ষোলোয় সুযোগ পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ভাবা যায়, চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দলটি শেষ দুই মৌসুম সুযোগ পায়নি শেষ ষোলোয়! তাই এবার সুযোগ পেয়ে খুশি হয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। গ্রুপ পর্ব থেকে মুক্তি পাওয়ায় এই সাফল্যকে ‘বড় পদক্ষেপ’ হিসেবেই দেখছেন তিনি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘মনে করি, এটি প্রকল্পের জন্য বড় পদক্ষেপ। নকআউট পর্বে আমাদের ফেরাটা প্রয়োজন ছিল। দুই বছর ইউরোপা লিগে খেলায় এটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফল নিয়ে খুবই খুশি এবং সন্তুষ্ট।’
তবে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানের জয়টা সহজ ছিল না। বিশেষ করে শুরুতেই গোল হজম করায়। বল পজিশনের সঙ্গে ভালো খেলার পরও পোর্তোর আক্রমণাত্মক ফুটবলের কাছে ৩০ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অতিথি দলকে লিড এনে দেন ফরোয়ার্ড পেপে আকিনা। গোল শোধ দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। দুই মিনিট পরেই সমতায় ফেরে তারা।
সমতাসূচক গোলটিও ছিল বেশ দর্শনীয়। বাঁ প্রান্তে পেদ্রির কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বক্সের মধ্যে পায়ের জাদুতে ভেলকি দেখিয়ে বুলেট গতির এক শট নেন জোয়াও কানসেলো। বার্সা ডিফেন্ডারের নেওয়া শটের বলটি জালে জড়ানো দেখা ছাড়া কোনো উপায় ছিল না প্রতিপক্ষের গোলরক্ষক ডিয়েগো কস্তার।
সমতায় ফেরার পরেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। তবে ৩ পয়েন্ট পাওয়ার জন্য যে জয়সূচক গোল দরকার, সেটা করতে পারছিলেন না পেদ্রি-রাফিনিয়ারা। বেশ কিছু সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেননি তাঁরা। এর মাঝে আবারও হতাশ করে হোয়াও ফিলিক্সকে। শেষ পর্যন্ত অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা। ৫৭ মিনিটে কানসেলোর পাস থেকে দলকে জয় এনে দেন তিনি।
অবশেষে যেন ‘মুক্তি’ পেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুম গ্রুপ পর্ব পেরোতে না পারার আক্ষেপের মুক্তি। গতকাল পোর্তোকে হারিয়ে ২০২১ সালের পর আবারও শেষ ষোলোয় সুযোগ পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ভাবা যায়, চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দলটি শেষ দুই মৌসুম সুযোগ পায়নি শেষ ষোলোয়! তাই এবার সুযোগ পেয়ে খুশি হয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। গ্রুপ পর্ব থেকে মুক্তি পাওয়ায় এই সাফল্যকে ‘বড় পদক্ষেপ’ হিসেবেই দেখছেন তিনি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘মনে করি, এটি প্রকল্পের জন্য বড় পদক্ষেপ। নকআউট পর্বে আমাদের ফেরাটা প্রয়োজন ছিল। দুই বছর ইউরোপা লিগে খেলায় এটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফল নিয়ে খুবই খুশি এবং সন্তুষ্ট।’
তবে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানের জয়টা সহজ ছিল না। বিশেষ করে শুরুতেই গোল হজম করায়। বল পজিশনের সঙ্গে ভালো খেলার পরও পোর্তোর আক্রমণাত্মক ফুটবলের কাছে ৩০ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অতিথি দলকে লিড এনে দেন ফরোয়ার্ড পেপে আকিনা। গোল শোধ দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। দুই মিনিট পরেই সমতায় ফেরে তারা।
সমতাসূচক গোলটিও ছিল বেশ দর্শনীয়। বাঁ প্রান্তে পেদ্রির কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বক্সের মধ্যে পায়ের জাদুতে ভেলকি দেখিয়ে বুলেট গতির এক শট নেন জোয়াও কানসেলো। বার্সা ডিফেন্ডারের নেওয়া শটের বলটি জালে জড়ানো দেখা ছাড়া কোনো উপায় ছিল না প্রতিপক্ষের গোলরক্ষক ডিয়েগো কস্তার।
সমতায় ফেরার পরেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। তবে ৩ পয়েন্ট পাওয়ার জন্য যে জয়সূচক গোল দরকার, সেটা করতে পারছিলেন না পেদ্রি-রাফিনিয়ারা। বেশ কিছু সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেননি তাঁরা। এর মাঝে আবারও হতাশ করে হোয়াও ফিলিক্সকে। শেষ পর্যন্ত অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা। ৫৭ মিনিটে কানসেলোর পাস থেকে দলকে জয় এনে দেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে