Ajker Patrika

বল স্পর্শ করলেই দুয়ো শুনেছেন মেসি-নেইমার 

বল স্পর্শ করলেই দুয়ো শুনেছেন মেসি-নেইমার 

ইউরোপ সেরা হওয়ার টাকার ওপর টাকা ঢেলে গেছে পিএসজি। দিন শেষে কাজের কাজ কিছুই হয়নি। এবারও কোয়ার্টার ফাইনালের আগে শেষ ষোলো থেকে ছিটকে গেছে ফরাসি জায়ান্টরা। গত শুক্রবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে দলটি। 

বিদায়ের ক্ষত নিয়েই আজ লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেরা। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার দুঃখ ভুলতে পারছেন না পিএসজি সমর্থকেরা। তাইতো ঘরের মাঠে মেসি-নেইমাররা বল স্পর্শ করলেই গ্যালারি থেকে ভেসে আসছে একের পর এক দুয়ো। 

রিয়ালের বিপক্ষে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পিএসজি। ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন মেসি। নিজের সেরাটা দিতে পারেননি নেইমারও। যা একটু লড়াইয়ের চেষ্টা করেন এমবাপ্পে একাই। তবে সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার দুঃখ নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের। 

সেই হতাশারই প্রতিফলন আজ ঘরের মাঠে দেখালেন পিএসজি সমর্থকেরা। বোর্দোর বিপক্ষে আধিপত্যে দেখিয়ে জিতেও তাই দুয়ো থেকে পার পাননি দলটির তারকা খেলোয়াড়েরা। ঘরের মাঠে ৩-০ গোলে জেতাটাও যে ক্ষতে প্রলেপ দেওয়ার মতো যথেষ্ট নয়। সবাই যে ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত