ক্রীড়া ডেস্ক
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। কিন্তু লক্ষ্য একটাই—দেশের জন্য ভালো কিছু করা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে এটি মিরাজের প্রথম সিরিজ। নেতৃত্বের দিক থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এটা তাঁকে খুব বেশি ভাবাচ্ছে না
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের ওয়ানডে পরিসংখ্যান বেশ দারুণ। ১৪ ইনিংসে শিকার করেছেন ২৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার—২৬টি।
৮ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
১০ ঘণ্টা আগেফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
১১ ঘণ্টা আগে