Ajker Patrika

সুস্থ হয়েই মেসিকে অভিনন্দন জানালেন পেলে 

সুস্থ হয়েই মেসিকে অভিনন্দন জানালেন পেলে 

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বরের সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকে মেসি তখন ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। 

তবে সেপ্টেম্বরের শুরু থেকে শরীরটা ভালো যাচ্ছি না পেলের। নিজের রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন জানানোর সুযোগও হচ্ছিল না তাঁর। এবার কিছুটা সুস্থ হয়েই আগে মেসিকে অভিনন্দন জানালেন পেলে। 

লাতিন আমেরিকার ফুটবলে ৭৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এত দিন শীর্ষে ছিলেন পেলে। তবে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোল এখন ৭৯। 

মেসি রেকর্ড ভাঙার পর থেকেই হাসপাতালে ভর্তি পেলে। একাধিকবার আইসিইউতেও যেতে হয়েছে ফুটবলের জীবন্ত নক্ষত্রকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তো আর অভিনন্দন জানানো যায় না। 

তবে সুস্থ হয়ে মেসিকে অভিনন্দন জানাতে সময় নেননি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মেসি আমি দুঃখিত দেরি করে ফেলায়। যাই হোক, এ মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি।’ 

মেসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন পেলে। মেসির প্রতিভা অসাধারণ আখ্যা দিয়ে পেলে লিখেছেন, ‘তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত