Ajker Patrika

বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ। ছবি: বাফুফে
প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ। ছবি: বাফুফে

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বপ্নও তাই বড় হতে শুরু করেছে। বাংলাদেশ এখন হাঁটতে চায় বিশ্বকাপের পথে। যা বেশ কঠিনই।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। যেখানে তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ দল। বাংলাদেশসহ স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে জায়গা। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা ছয়ের ভেতর। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে যাবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আজ বাফুফে ভবনে সংবাদমাধ্যমে কিরণ বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে। কারণ সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন খেলতে তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয়েক মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব।’

মাঝখানে নারী ফুটবল দলে ছিল বিদ্রোহের সুর। বিদ্রোহের অবসানের পরও সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, কৃষ্ণা রাণী সরকারদের ছাড়াই দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। এনে দিয়েছেন সাফল্য। বাটলারের নজর এখন বিশ্বকাপের দিকে।

কিরণ বলেন, ‘ইতোমধ্যে বাটলারের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমাদের মনোযোগ ও নজর থাকবে সেখানে, যেন আরও ভালো কিছু করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন বিশ্বকাপ খেলা। সেটার জন্যই আমরা মাঠে নামব, সেটা জন্যই কাজ করব। কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলব।’

মিয়ানমারের বিপক্ষে দুটি গোলই আসে ঋতুপর্ণা চাকমার কাছ থেকে। তাঁকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করলেন কিরণ, ‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও ভালো ফুটবলার কোনো সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে। ছেলে-মেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু ঋতু আমাদের মেসি, এটার বলার অপেক্ষা নেই। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারও মতো নয়।’

এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল খেলবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে। বাংলাদেশের সামনে তাই রয়েছে সেই সুযোগও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত