বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১০ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে