Ajker Patrika

মোহামেডানকে থামাল ইয়ংমেন্স

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২০: ১৩
মোহামেডানকে হারানো ইয়ংমেন্স খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: বাফুফে
মোহামেডানকে হারানো ইয়ংমেন্স খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: বাফুফে

প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচটা জিততে পারলে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স সেটা হতে দিলে তো! আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ইয়ংমেন্স ম্যাচটা ১-০ গোলে জিতে থামিয়ে দিল উড়তে থাকা সাদা কালোদের। ৬৬ মিনিটে দলটির উজবেক মিডফিল্ডার সারদর জাহানভের গোলে স্তব্ধতা নামে গ্যালারিতে। বাকি সময় একাধিক আক্রমণ করেও গোলটি আর শোধ করতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ভাঙল তাদের অজেয় যাত্রা। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে এসে দেখল প্রথম হার।

যদিও গত মৌসুমে এতটা আগে হারের খাতা খোলেনি মোহামেডান। শুরু থেকে জয়ের ধারা অব্যাহত রাখা দলটি ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ১৫ তম ম্যাচে গিয়ে হেরেছিল। সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে। অবশ্য তার আগের তিন মৌসুমের ফলাফল বিবেচনায় এবার প্রথম লেগ ভালোই কেটেছে আলফাজ আহমেদের শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে লিগের চতুর্থ ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বসে মোহামেডান। তার আগের মৌসুমে পঞ্চম রাউন্ডে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। আর ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে মোহামেডানকে প্রথম হারের পথ দেখিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেবার মৌসুম শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় মতিঝিলের ক্লাবটি।

প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম মোটেও ভালো যায়নি মোহামেডানের। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে লিগে সুবিধা করতে পারছে না তারা। গত মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাওয়ার পরও শিরোপাটা যায় কিংসের ঘরে। আর মোহামেডান হয় রানার্সআপ। তার আগের পাঁচ মৌসুমে তো সেরা তিনেও জায়গা হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। সর্বশেষ তারা ২০০২ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল। দীর্ঘদিন পর এবার আবার সেই স্বপ্ন বুনেছে। এখন দ্বিতীয় লেগে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো সুদিন ফিরে পেতে পারে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত