নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাথি মারতে চেয়েছিলেন রেফারিকে, সেই লাথি লেগেছে সহকারী রেফারির গায়ে! সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ভিত্তিকে দুর্বল ইঙ্গিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তাই জামালের লাথির প্রমাণ খুঁজতে ফরেনসিক তদন্ত করতে চায় ফেডারেশনটি।
গত রোববার মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফের বিপক্ষে ‘বিতর্কিত’ পেনাল্টি গোলে জয় পায় শেখ রাসেল। ম্যাচ শেষ হতেই ফুঁসে ওঠেন সাইফের ফুটবলাররা। ঘিরে ধরেন রেফারিকে। এসময় রেফারির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ আছে সাইফের ফুটবলারদের বিরুদ্ধে।
ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে বলা হয়েছিল, ঘিরে ধরা অবস্থায় এক পর্যায়ে রেফারি বিটুরাজ বড়ুয়াকে লাথি মারতে যান জামাল। বিটুরাজ সরে যাওয়ায় সেই লাথি লাগে সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে। এ অভিযোগের বিষয়ে জানতে সাইফ স্পোর্টিংকে শোকজ করে বাফুফে।
জামাল ইস্যুতে আজ ডিসিপ্লিনারি কমিটির সভা বসেছিল ফেডারেশন ভবনে। সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘জামাল যে রেফারিকে লাথি মেরেছেন আমাদের সভায় ভিডিও ঘেটে তার প্রমাণ হয়নি কিন্তু আমাদের রেফারিদের রিপোর্টে বিষয়টি এসেছে। তাই বিষয়টির ফরেনসিক তদন্ত হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে।’
জামালের বিপক্ষে তদন্ত চললেও রেফারির দিকে তেড়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের। আগ্রাসী মন্তব্যের অভিযোগে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুবকেও ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
লাথি মারতে চেয়েছিলেন রেফারিকে, সেই লাথি লেগেছে সহকারী রেফারির গায়ে! সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ভিত্তিকে দুর্বল ইঙ্গিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তাই জামালের লাথির প্রমাণ খুঁজতে ফরেনসিক তদন্ত করতে চায় ফেডারেশনটি।
গত রোববার মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফের বিপক্ষে ‘বিতর্কিত’ পেনাল্টি গোলে জয় পায় শেখ রাসেল। ম্যাচ শেষ হতেই ফুঁসে ওঠেন সাইফের ফুটবলাররা। ঘিরে ধরেন রেফারিকে। এসময় রেফারির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ আছে সাইফের ফুটবলারদের বিরুদ্ধে।
ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে বলা হয়েছিল, ঘিরে ধরা অবস্থায় এক পর্যায়ে রেফারি বিটুরাজ বড়ুয়াকে লাথি মারতে যান জামাল। বিটুরাজ সরে যাওয়ায় সেই লাথি লাগে সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে। এ অভিযোগের বিষয়ে জানতে সাইফ স্পোর্টিংকে শোকজ করে বাফুফে।
জামাল ইস্যুতে আজ ডিসিপ্লিনারি কমিটির সভা বসেছিল ফেডারেশন ভবনে। সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘জামাল যে রেফারিকে লাথি মেরেছেন আমাদের সভায় ভিডিও ঘেটে তার প্রমাণ হয়নি কিন্তু আমাদের রেফারিদের রিপোর্টে বিষয়টি এসেছে। তাই বিষয়টির ফরেনসিক তদন্ত হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে।’
জামালের বিপক্ষে তদন্ত চললেও রেফারির দিকে তেড়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের। আগ্রাসী মন্তব্যের অভিযোগে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুবকেও ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
৮ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১১ ঘণ্টা আগে