Ajker Patrika

রেকর্ড করা দল গড়েও ব্যর্থতার বৃত্তে চেলসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২০
রেকর্ড করা দল গড়েও ব্যর্থতার বৃত্তে চেলসি

গত শীতকালীন দলবদলে রেকর্ড গড়ে দল সাজিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া ১০৬.৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে স্টামফোর্ড ব্রিজে এনেছে তারা। সঙ্গে বড় অঙ্কের খরচ করে এনেছেন মিখাইলো মুদ্রিক ও হোয়াও ফেলিক্সদের মতো তারকাদের। 

গত জানুয়ারির দলবদলেই ৩২৩ মিলিয়ন পাউন্ড খরচ করে রেকর্ড গড়ে ব্লুজরা। কিন্তু তার পরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না গ্রাহাম পটারের দল। গতকাল এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র করল ব্লুজরা। এই ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পটারের দল।

চেলসির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এনজো জালের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। ১৬ মিনিটে কুকুরেলার সঙ্গে ওয়ান-টু খেলে ফেলিক্সকে বল বাড়ান তিনি। বল পেয়ে বাঁকানো শটে চেলসিকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফেলিক্স। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্লুজরা। কিন্তু কাই হাভাৎর্জের গোলটি বাতিল হয় ভিএআরে। এর ৮ মিনিট পর এমারসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। বাকি সময় রক্ষণ সামলে চেলসিকে হতাশ করে ডেভিড ময়েসের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত