ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ৫৪ মিনিটে মাঠে নেমে অধিনায়কত্বের বাহুবন্ধনীও পরেছিলেন আর্জেন্টাইন তারকা। সেদিনই বোঝা গিয়েছিল নেতৃত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।
গতকাল সেটা নিশ্চিতও করেছেন মিয়ামির কোচ টাটা মার্টিনো। আগামীকাল ভোরে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।
ম্যাচে মেসি অধিনায়কত্ব থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনো বলেছেন, ‘অবশ্যই, শেষ ম্যাচেও সে আমাদের অধিনায়ক ছিল। মেসি–বুসকেতস উভয়ই খুব সম্ভবত আরও বেশি সময় খেলবে ম্যাচে। সেটা শুরু থেকে হতে পারে। তবে সবকিছু তাদের ওপর নির্ভর করবে। এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ হবে।’
ক্রুজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ফ্রি কিকটি ছিল চোখে লেগে থাকার মতো। সাতবারের ব্যালন ডি অরজয়ীর অবিশ্বাস্য গোলেই ম্যাচ জয় পায় মিয়ামিও। মেসির ট্রেডমার্ক ফ্রি কিক নিয়ে মার্টিনো বলেছেন, ‘তার কাছ থেকে এমন ফ্রি কিক সচরাচরই পাওয়া যায়। কারণ এটি অভ্যাসগত। তাই আমরা সাধারণ নয়, এমন কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’
ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ৫৪ মিনিটে মাঠে নেমে অধিনায়কত্বের বাহুবন্ধনীও পরেছিলেন আর্জেন্টাইন তারকা। সেদিনই বোঝা গিয়েছিল নেতৃত্বের ভারটা তাঁর কাঁধেই থাকছে।
গতকাল সেটা নিশ্চিতও করেছেন মিয়ামির কোচ টাটা মার্টিনো। আগামীকাল ভোরে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে মিয়ামি খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।
ম্যাচে মেসি অধিনায়কত্ব থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনো বলেছেন, ‘অবশ্যই, শেষ ম্যাচেও সে আমাদের অধিনায়ক ছিল। মেসি–বুসকেতস উভয়ই খুব সম্ভবত আরও বেশি সময় খেলবে ম্যাচে। সেটা শুরু থেকে হতে পারে। তবে সবকিছু তাদের ওপর নির্ভর করবে। এটি তাদের মাত্র দ্বিতীয় ম্যাচ হবে।’
ক্রুজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ফ্রি কিকটি ছিল চোখে লেগে থাকার মতো। সাতবারের ব্যালন ডি অরজয়ীর অবিশ্বাস্য গোলেই ম্যাচ জয় পায় মিয়ামিও। মেসির ট্রেডমার্ক ফ্রি কিক নিয়ে মার্টিনো বলেছেন, ‘তার কাছ থেকে এমন ফ্রি কিক সচরাচরই পাওয়া যায়। কারণ এটি অভ্যাসগত। তাই আমরা সাধারণ নয়, এমন কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১৩ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১৯ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২৮ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
৪৪ মিনিট আগে