Ajker Patrika

আনচেলত্তির অধীনে আগামী বিশ্বকাপ খেলতে চান নেইমার

আনচেলত্তির অধীনে আগামী বিশ্বকাপ খেলতে চান নেইমার

২০২৬ বিশ্বকাপ নেইমার খেলবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। তবে নতুন এক কোচের অধীনে আগামী বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছেন নেইমার। 

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার দায়ে কোচের চাকরি ছাড়েন তিতে। তাতে কোচ শূন্য হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র‍্যামন মেনেজেসকে আছেন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। মেনেজেসের অধীনেও দলের পারফরম্যান্স তেমন একটা ভালো না। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর আনচেলত্তি জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান। 

নেইমার যেন পরিসংখ্যানেই বিশ্বাস করেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আনচেলত্তি খেলেছেন পাঁচবার, যার মধ্যে চারবার হয়েছেন চ্যাম্পিয়ন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। এছাড়া এসি মিলানের ২০০৩-০৪ মৌসুমের সিরি ‘আ’, চেলসির ২০০৯-১০ প্রিমিয়ার লিগ ও ২০২১-২২ এ রিয়াল মাদ্রিদের লা লিগা-এসব শিরোপা জয়েও রয়েছে আনচেলত্তির অবদান। শিরোপার শোকেসে ভরপুর এই ইতালিয়ানকেই ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম টিভি ব্যান্ডকে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি? প্রথমবারের মতো ব্রাজিলের বিদেশি কোচ নেওয়ার সুযোগ থাকছে। আনচেলত্তি এমনই একজন যিনি সব জিতেছেন। তার থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখব।’ 

বয়স এখন ৩১ নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে হতে ৩৬ বছর হয়ে যাবে তাঁর। ৩৫ পেরোনো বয়সে ফিটনেস ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তো রয়েছেই। কেননা চোটে পড়ে প্রায়ই ম্যাচ মিস করেন তিনি। তবু আগামী বিশ্বকাপে খেলতে আশাবাদী ব্রাজিলের এই ফরোয়ার্ড, ‘সৃষ্টিকর্তা চাইলে খেলব (২০২৬ বিশ্বকাপ)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত