Ajker Patrika

দি মারিয়ার চোট চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনার

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯: ৩৭
দি মারিয়ার চোট চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপ শুরু হতে দেড় মাসেরও কম সময় বাকি। বিশ্বকাপ ঘিরে নিজেদের কৌশল ও প্রস্তুতিগুলো সেরে নিচ্ছে দলগুলো। আর্জেন্টিনার প্রস্তুতি ও পরিকল্পনাও চলছে দুর্দান্ত। এখন পর্যন্ত রেকর্ড টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে দলটি। বিশ্বকাপে দুর্দান্ত একটা স্কোয়াড পাচ্ছেন এমনটাই আশা করছেন কোচ লিওনেল স্কোলোনি।

কিন্তু ক্লাব ফুটবলের ম্যাচগুলো স্কোলোনিকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ক্লাবের হয়ে খেলতে গিয়ে তাঁর শিষ্যরা একের পর এক চোটে পড়ছেন। পাওলো দিবালা, লিওনেল মেসিদের পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন আনহেল দি মারিয়া। এতে করেই স্কোলোনির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। দলের সেরা তিন ফুটবলার বিশ্বকাপের আগে চোট পেলেন। 

ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচে চোট পান দি মারিয়া। ম্যাচের ২৪ মিনিটে ডান পায়ের ঊরুর চোটে মাঠ ছাড়েন তিনি। এ নিয়ে তিন মাসে তিনবার চোটে পড়লেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। এই মৌসুমে পিএসজি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ‘তুরিনের বুড়ি’তে যোগ দিয়ে ঘনঘন চোটে পড়ছেন তিনি। কিছুদিন আগেই চোট সেরে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির একাদশে ফিরেছেন তিনি। এবার চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে দি মারিয়ার চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। 

এর আগে চোটের কারণে মেসি ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। তবে মার্শেইয়ের বিপক্ষে পরের ম্যাচেই ফুটবল জাদুকর খেলবেন এমনটা মনে করছে পিএসজি। অন্যদিকে দিবালাকে নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে আর্জেন্টিনার। কেননা, এএস রোমার কোচ জোসে মরিনিও জানিয়েছেন, এ বছর সে আর না-ও খেলতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত