আজকের পত্রিকা ডেস্ক
‘টাইমমেশিনে’ চড়ে মানুষ কত পুরোনো ঘটনারই স্মৃতিচারণ করে থাকেন। খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা দেখা যায় আরও বেশি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হকের গত রাতে হঠাৎই ২০ বছরের পুরোনো এক ঘটনা মনে পড়ল। সেই ঘটনা মনে পড়তেই আক্ষেপের কথা শুনিয়েছেন আমিনুল।
পুরোনো ঘটনা মূলত আমিনুলকে মনে করিয়ে দিল ফুটবলারদের দলবদল নিয়ে কাজ করা ট্রান্সফারমার্কেট। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে ট্রান্সফারমার্কেট একটি পোস্টে লেখে, ‘২০০৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিউক্যাসল ইউনাইটেডের নজর কেড়েছিলেন আমিনুল হক। দুর্ভাগ্যজনকভাবে সঠিক যোগাযোগের অভাবে সেটা হয়নি।’ ট্রান্সফারমার্কেটের পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন আমিনুল। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক লেখেন, ‘নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম বড় আক্ষেপ। এমন সুযোগ শুধু ব্যক্তিবিশেষের জন্য নয়, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্যই নতুন দরজা খুলে দিতে পারে।’
লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোরা ইউরোপে ফুটবল খেলেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই তুলনায় বাংলাদেশের ফুটবলারদের ইউরোপীয় ক্লাবগুলোতে দেখা যায় না বললেই চলে। বলার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলেছেন। আমিনুলের মতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে বেশি করে উৎসাহিত করতে হবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক গোলরক্ষক লেখেন, ‘প্রতিভার যেন কোনো অপচয় না হয়, তাতে একসঙ্গে কাজ করতে হবে। পরবর্তী প্রজন্মকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আমিনুল খেলেছেন ৪৭ ম্যাচ। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যে সাফ জিতেছে, সেই দলে ছিলেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতেন। ক্লাব ফুটবলে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অসংখ্য শিরোপা জয়ের কীর্তি রয়েছে তাঁর।
‘টাইমমেশিনে’ চড়ে মানুষ কত পুরোনো ঘটনারই স্মৃতিচারণ করে থাকেন। খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা দেখা যায় আরও বেশি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হকের গত রাতে হঠাৎই ২০ বছরের পুরোনো এক ঘটনা মনে পড়ল। সেই ঘটনা মনে পড়তেই আক্ষেপের কথা শুনিয়েছেন আমিনুল।
পুরোনো ঘটনা মূলত আমিনুলকে মনে করিয়ে দিল ফুটবলারদের দলবদল নিয়ে কাজ করা ট্রান্সফারমার্কেট। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে ট্রান্সফারমার্কেট একটি পোস্টে লেখে, ‘২০০৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিউক্যাসল ইউনাইটেডের নজর কেড়েছিলেন আমিনুল হক। দুর্ভাগ্যজনকভাবে সঠিক যোগাযোগের অভাবে সেটা হয়নি।’ ট্রান্সফারমার্কেটের পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন আমিনুল। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক লেখেন, ‘নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম বড় আক্ষেপ। এমন সুযোগ শুধু ব্যক্তিবিশেষের জন্য নয়, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্যই নতুন দরজা খুলে দিতে পারে।’
লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোরা ইউরোপে ফুটবল খেলেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই তুলনায় বাংলাদেশের ফুটবলারদের ইউরোপীয় ক্লাবগুলোতে দেখা যায় না বললেই চলে। বলার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলেছেন। আমিনুলের মতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে বেশি করে উৎসাহিত করতে হবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক গোলরক্ষক লেখেন, ‘প্রতিভার যেন কোনো অপচয় না হয়, তাতে একসঙ্গে কাজ করতে হবে। পরবর্তী প্রজন্মকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আমিনুল খেলেছেন ৪৭ ম্যাচ। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যে সাফ জিতেছে, সেই দলে ছিলেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতেন। ক্লাব ফুটবলে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অসংখ্য শিরোপা জয়ের কীর্তি রয়েছে তাঁর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে