ইতালির হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি। তারপরও দেশটির সেরা স্ট্রাইকারদের তালিকা তৈরি করতে গেলে কেউ কেউ হয়তো রাখবেন সালভাতর শিলাচিকেও। ফিফা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হওয়া চাট্টিখানি কথা! ১৯৯০ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ব্যক্তিগত সেরার স্বীকৃতির এ দুটি পুরস্কারই জিতে নিয়েছিলেন শিলাচি।
সেই সালভাতর শিলাচি কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ৫৯ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করে পালেরমো হাসপাতাল, যেখানে চিকিৎসা চলছিল তাঁর।
শিলাচির ৭ গোলের ৬টিই ১৯৯০ বিশ্বকাপের। ছিল একটা অ্যাসিস্টও। তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদেই সেমিফাইনালে উঠে আসে ইতালি। কিন্তু শেষ চারে আর্জেন্টিনার কাছে হেরে যায় স্বাগতিকেরা। ইতালি খালি হাতে বিদায় নিলেও সেই বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে শিলাচিকে।
প্রয়াত এই স্ট্রাইকারের সম্মানে আগামী সপ্তাহান্তের আগে সিরি ‘আ’র সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে বলে জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন।
ইতালির হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি। তারপরও দেশটির সেরা স্ট্রাইকারদের তালিকা তৈরি করতে গেলে কেউ কেউ হয়তো রাখবেন সালভাতর শিলাচিকেও। ফিফা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হওয়া চাট্টিখানি কথা! ১৯৯০ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ব্যক্তিগত সেরার স্বীকৃতির এ দুটি পুরস্কারই জিতে নিয়েছিলেন শিলাচি।
সেই সালভাতর শিলাচি কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ৫৯ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করে পালেরমো হাসপাতাল, যেখানে চিকিৎসা চলছিল তাঁর।
শিলাচির ৭ গোলের ৬টিই ১৯৯০ বিশ্বকাপের। ছিল একটা অ্যাসিস্টও। তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদেই সেমিফাইনালে উঠে আসে ইতালি। কিন্তু শেষ চারে আর্জেন্টিনার কাছে হেরে যায় স্বাগতিকেরা। ইতালি খালি হাতে বিদায় নিলেও সেই বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে শিলাচিকে।
প্রয়াত এই স্ট্রাইকারের সম্মানে আগামী সপ্তাহান্তের আগে সিরি ‘আ’র সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে বলে জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে