Ajker Patrika

১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মৃত্যু

১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মৃত্যু

ইতালির হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি। তারপরও দেশটির সেরা স্ট্রাইকারদের তালিকা তৈরি করতে গেলে কেউ কেউ হয়তো রাখবেন সালভাতর শিলাচিকেও। ফিফা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হওয়া চাট্টিখানি কথা! ১৯৯০ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ব্যক্তিগত সেরার স্বীকৃতির এ দুটি পুরস্কারই জিতে নিয়েছিলেন শিলাচি। 

সেই সালভাতর শিলাচি কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ৫৯ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করে পালেরমো হাসপাতাল, যেখানে চিকিৎসা চলছিল তাঁর। 

শিলাচির ৭ গোলের ৬টিই ১৯৯০ বিশ্বকাপের। ছিল একটা অ্যাসিস্টও। তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদেই সেমিফাইনালে উঠে আসে ইতালি। কিন্তু শেষ চারে আর্জেন্টিনার কাছে হেরে যায় স্বাগতিকেরা। ইতালি খালি হাতে বিদায় নিলেও সেই বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে শিলাচিকে। 

প্রয়াত এই স্ট্রাইকারের সম্মানে আগামী সপ্তাহান্তের আগে সিরি ‘আ’র সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে বলে জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত