নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়টা হাতের মুঠো থেকে ছুটে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জমলেও শেষ পর্যন্ত হারই হয়েছে সঙ্গী। অতীত ভেবে আর কী হবে! কাতার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে আবার ভারত ও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য প্রতিপক্ষকে খুব শক্তিশালী বলতে রাজি নন।
কাতারে আগামী ৩ জুন বাংলাদেশ প্রথমেই পাচ্ছে আফগানদের। ভারতের বিপক্ষে ম্যাচ ৭ জুন। ১৫ জুন প্রতিপক্ষ ওমান। বাছাইপর্বের এই তিন ম্যাচ সামনে রেখে ঈদের ছুটি শেষে কাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন ৩২ ফুটবলার।
‘ই’ গ্রুপে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম লেগে দুশানবেতে ১-০তে আফগানিস্তানের কাছে হারলেও তুলনামূলক বেশি সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভাগ্যের সহায়তা পাননি জামালরা। দুবার বল বারে লাগায় সমতায় আর ফেরা হয়নি। পরের মাসে সল্টলেকের যুব ভারতীতে সাদ উদ্দিনের গোলে ৪২ মিনিটে এগিয়ে যাওয়া। কিন্তু শেষটায় লাল-সবুজদের হতাশ করে ৮৮ মিনিটে সমতায় ফিরেছিল ভারত। ওমানের কাছে তাদের মাটিতে বাংলাদেশের হার ৪-১ গোলে।
দ্বিতীয় লেগে তিন দলের বিপক্ষেই ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। করোনায় এখন সবগুলোই কাতারে গিয়ে খেলতে হবে লাল-সবুজদের। বিদেশে খেললেও আফগানিস্তান ও ভারতকে দেখিয়ে দেওয়ার প্রত্যয় জামালের, ‘ভারত ও আফগানিস্তান প্রায় সমান সমান। আমি আশা করছি ভালো একটা লড়াইয়ের। হয়তো আমরা জিততেও পারি, কারণ ভারত ও আফগানিস্তান এত ভালো দল না।’
তাহলে কোথায় পিছিয়ে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘ভাগ্য। পুরোপুরি দুর্ভাগ্য। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। আর ভারত একেবারে শেষ সময়ে গোল করেছে। এটা পুরোপুরি দুর্ভাগ্য। প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই এক। হয়তো ওরা বল বেশি পাবে কিন্তু পাল্টা আক্রমণে আমরাই এগিয়ে।’
১০ মে শুরু হওয়ার কথা ছিল আবাসিক ক্যাম্প। দুই দিন ক্যাম্প চলে থেমে যায় খেলোয়াড় নিয়ে বসুন্ধরা-বাফুফের টানাটানিতে। সংশয় থাকলেও কাল ক্যাম্পে উঠেছেন বিশ্বনাথ ঘোষ বাদে বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার। চোটে পড়ে বিশ্বনাথের কাতারে যাওয়ার সম্ভাবনা নেই।
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়টা হাতের মুঠো থেকে ছুটে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জমলেও শেষ পর্যন্ত হারই হয়েছে সঙ্গী। অতীত ভেবে আর কী হবে! কাতার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে আবার ভারত ও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য প্রতিপক্ষকে খুব শক্তিশালী বলতে রাজি নন।
কাতারে আগামী ৩ জুন বাংলাদেশ প্রথমেই পাচ্ছে আফগানদের। ভারতের বিপক্ষে ম্যাচ ৭ জুন। ১৫ জুন প্রতিপক্ষ ওমান। বাছাইপর্বের এই তিন ম্যাচ সামনে রেখে ঈদের ছুটি শেষে কাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন ৩২ ফুটবলার।
‘ই’ গ্রুপে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম লেগে দুশানবেতে ১-০তে আফগানিস্তানের কাছে হারলেও তুলনামূলক বেশি সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভাগ্যের সহায়তা পাননি জামালরা। দুবার বল বারে লাগায় সমতায় আর ফেরা হয়নি। পরের মাসে সল্টলেকের যুব ভারতীতে সাদ উদ্দিনের গোলে ৪২ মিনিটে এগিয়ে যাওয়া। কিন্তু শেষটায় লাল-সবুজদের হতাশ করে ৮৮ মিনিটে সমতায় ফিরেছিল ভারত। ওমানের কাছে তাদের মাটিতে বাংলাদেশের হার ৪-১ গোলে।
দ্বিতীয় লেগে তিন দলের বিপক্ষেই ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। করোনায় এখন সবগুলোই কাতারে গিয়ে খেলতে হবে লাল-সবুজদের। বিদেশে খেললেও আফগানিস্তান ও ভারতকে দেখিয়ে দেওয়ার প্রত্যয় জামালের, ‘ভারত ও আফগানিস্তান প্রায় সমান সমান। আমি আশা করছি ভালো একটা লড়াইয়ের। হয়তো আমরা জিততেও পারি, কারণ ভারত ও আফগানিস্তান এত ভালো দল না।’
তাহলে কোথায় পিছিয়ে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘ভাগ্য। পুরোপুরি দুর্ভাগ্য। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। আর ভারত একেবারে শেষ সময়ে গোল করেছে। এটা পুরোপুরি দুর্ভাগ্য। প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই এক। হয়তো ওরা বল বেশি পাবে কিন্তু পাল্টা আক্রমণে আমরাই এগিয়ে।’
১০ মে শুরু হওয়ার কথা ছিল আবাসিক ক্যাম্প। দুই দিন ক্যাম্প চলে থেমে যায় খেলোয়াড় নিয়ে বসুন্ধরা-বাফুফের টানাটানিতে। সংশয় থাকলেও কাল ক্যাম্পে উঠেছেন বিশ্বনাথ ঘোষ বাদে বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার। চোটে পড়ে বিশ্বনাথের কাতারে যাওয়ার সম্ভাবনা নেই।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে