Ajker Patrika

দুই বছর বিরতিতে বিশ্বকাপ, ইতিবাচক ইনফান্তিনো

আপডেট : ২৩ মে ২০২১, ১৩: ৪৮
দুই বছর বিরতিতে বিশ্বকাপ, ইতিবাচক ইনফান্তিনো

ঢাকা: চার বছরের পরিবর্তে দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে প্রস্তাব দিয়েছিল সৌদি আরব ফুটবল (সাফ)। কাল জুরিখে ফিফার বার্ষিক সভায় প্রস্তাবটি ওঠানো হলে সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো সেটিকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাবটি নিয়ে তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

সাফের সভাপতি ইয়াসের আল মিসেহাল কাল ফিফার বার্ষিক সভায় বলেছেন, ‘ফুটবল কঠিন এক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। করোনার কারণে ফুটবল ব্যাপকভাবে বাধাগ্রস্তও হচ্ছে। খেলাটিকে বৈশ্বিকভাবে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। বর্তমানে চার বছর বিরতিতে যে বিশ্বকাপ চলছে তা নিয়েও চিন্তা করতে হবে।’

এ প্রেক্ষিতে ইয়াসেরের দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১৮৮টি দেশের মধ্যে ১৬৬টি দেশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, যেখানে ২২টি দেশ দিয়েছে ‘না’ ভোট।

এই ভোট দেখে ইনফান্তিনোও বেশ আনন্দিত। সভা শেষে ইনফান্তিনো প্রতিবেদকদের জানিয়েছেন, ‘আমি কি ভাবছি, তার চেয়েও বড় কথা গবেষণার ফল কি আসে। আমাদের ব্যাপারটি নিয়ে খোলা মনে ভাবতে হবে। বিশ্বকাপ যে কতটা মর্যাদাপূর্ণ সেটা আমরা সবাই জানি।’

দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে হলে ফুটবলের সূচি পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেছেন ইনফান্তিনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত