সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে আল-নাসরের বিদায়ের পর কঠোর সমালোচনা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। রোনালদোর গোল মিস করা ক্লাবটির বিদায়ের কারণ বলে দাবি করেছিলেন কোচ রুডি গার্সিয়া। এবার রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ গার্সিয়া। গার্সিয়ার মতে, আল-নাসরে ভালোমতো নিজেকে মানিয়ে নিয়েছেন রোনালদো।
আল-নাসরের হয়ে রোনালদোর হ্যাটট্রিক করার পরই মূলত বদলে যায় গার্সিয়ার সুর। কিং আবদুল আজিজ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-ওয়েহদা। সৌদি প্রো লিগের এই ম্যাচটা যেন ছিল রোনালদো আর আল-ওয়েহদার লড়াই। আল-ওয়েহদাকে ৪-০ গোলে হারানো আল-নাসরের করা ৪ গোলই করেছেন রোনালদো। হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লিগ পর্যায়ে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল এখন ৫০৩।
গার্সিয়া মনে করেন, আল-নাসরে সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়া দারুণ হয়েছে। আল-নাসর কোচ বলেন, ‘সতীর্থদের সঙ্গে রোনালদোর দারুণ সমঝোতা হয়েছে। সময়ের সঙ্গে তার সতীর্থরাও বুঝতে পেরেছে যে, সে কী চায় এবং কখন সে গোল করবে। আমার মনে হয়, ৪ গোল করা রোনালদোর জন্য দারুণ ছিল।’
আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলছেন রোনালদো। চার ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে আল-নাসরের বিদায়ের পর কঠোর সমালোচনা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। রোনালদোর গোল মিস করা ক্লাবটির বিদায়ের কারণ বলে দাবি করেছিলেন কোচ রুডি গার্সিয়া। এবার রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ গার্সিয়া। গার্সিয়ার মতে, আল-নাসরে ভালোমতো নিজেকে মানিয়ে নিয়েছেন রোনালদো।
আল-নাসরের হয়ে রোনালদোর হ্যাটট্রিক করার পরই মূলত বদলে যায় গার্সিয়ার সুর। কিং আবদুল আজিজ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-ওয়েহদা। সৌদি প্রো লিগের এই ম্যাচটা যেন ছিল রোনালদো আর আল-ওয়েহদার লড়াই। আল-ওয়েহদাকে ৪-০ গোলে হারানো আল-নাসরের করা ৪ গোলই করেছেন রোনালদো। হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লিগ পর্যায়ে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল এখন ৫০৩।
গার্সিয়া মনে করেন, আল-নাসরে সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়া দারুণ হয়েছে। আল-নাসর কোচ বলেন, ‘সতীর্থদের সঙ্গে রোনালদোর দারুণ সমঝোতা হয়েছে। সময়ের সঙ্গে তার সতীর্থরাও বুঝতে পেরেছে যে, সে কী চায় এবং কখন সে গোল করবে। আমার মনে হয়, ৪ গোল করা রোনালদোর জন্য দারুণ ছিল।’
আল-নাসরের জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলছেন রোনালদো। চার ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে