ক্রীড়া ডেস্ক
হারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
যে করেই হোক, পয়েন্ট হারানো যাবে না—বার্সেলোনার এখন প্রত্যেক ম্যাচে লক্ষ্য থাকে এমনটাই। এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্ক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় কাতালানরা ১-০ গোলে হারিয়েছে লেগানেসকে। ম্যাচ শুরুর আগেই বার্সার ফিটনেস কোচ পেপে কোন্দে তাতিয়ে দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শুরুর আগে ফুটবলাররা যখন জড়ো হয়েছেন, তখন তাদের কাছে ম্যাচটির গুরুত্ব তুলে ধরেছেন কোন্দে। কী বলেছেন কোন্দে, তা ক্যামেরায় ধরা পড়েছে। ফিটনেস কোচ বলেন, ‘এসব ম্যাচে চ্যাম্পিয়নরা জেতে ও হারে। তারা অবনমন এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। কোনো অংশে কম ক্ষুধার্ত হওয়া যাবে না। আমরা একটা চ্যাম্পিয়নশিপ জিততে যাচ্ছি। যা আগে করেছি, সেই ধারাবাহিকতা বজায় রেখো। ঠিক আছে? চলো মাঠে নেমে পড়ি।’
প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে লেগানেসের বিপক্ষে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৮ মিনিটে লেগানেস ডিফেন্ডার হোর্হে সায়েনজ আত্মঘাতী গোলটা করেছেন। শেষের দিকে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লেগানেস। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে লেগানেস ফরোয়ার্ড মুনির আল হাদাদি বার্সার রক্ষণভাগে ঢোকার চেষ্টা করেন। তখন সেটা ব্লক করেছেন বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ। তাতেই মূলত বেঁচে যায় কাতালানরা।
মার্তিনেজ যেভাবে লেগানেসের আক্রমণ প্রতিহত করেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘আমার কাছে সেরা পরিস্থিতি মানে শুধু গোল করাই নয়। তবে ইনিগো শেষ মুহূর্তে যে সেভটা করেছে, সেটা অবিশ্বাস্য। আমি এটা গোলের মতো করেই উদ্যাপন করেছি। প্রত্যেকেই গোল হিসেবে উদ্যাপন করেছে। এটা খেলারই একটা অংশ এবং আরও একটা ম্যাচ গোল হজম না করে কাটিয়ে দিলাম। দারুণ এক ম্যাচ।’
লেগানেসের বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা নিয়েছে ৩ শট। অন্যদিকে লেগানেস ৩৩ শতাংশ বল দখলে রাখতে পেরেছে। বার্সার লক্ষ্য বরাবর তারা করে এক শট। আর ১-০ গোলের জয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আরও একটু কাছে পৌঁছাল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২২ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট এখন কাতালানদের। শিষ্যদের প্রশংসা করে ফ্লিক বলেছেন, ‘তিন পয়েন্ট মানে তো তিন পয়েন্টই। এটা দুর্দান্ত। সত্যিই আমি খুশি এবং দল নিয়ে অনেক গর্বিত।’
২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তারা খেলেছে ৩০ ম্যাচ। মেন্দিজোরোজা স্টেডিয়ামে আজ রাতে লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ আলাভেস। ৬০ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। তারাও ৩০ ম্যাচ খেলেছে।
হারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
যে করেই হোক, পয়েন্ট হারানো যাবে না—বার্সেলোনার এখন প্রত্যেক ম্যাচে লক্ষ্য থাকে এমনটাই। এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্ক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় কাতালানরা ১-০ গোলে হারিয়েছে লেগানেসকে। ম্যাচ শুরুর আগেই বার্সার ফিটনেস কোচ পেপে কোন্দে তাতিয়ে দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শুরুর আগে ফুটবলাররা যখন জড়ো হয়েছেন, তখন তাদের কাছে ম্যাচটির গুরুত্ব তুলে ধরেছেন কোন্দে। কী বলেছেন কোন্দে, তা ক্যামেরায় ধরা পড়েছে। ফিটনেস কোচ বলেন, ‘এসব ম্যাচে চ্যাম্পিয়নরা জেতে ও হারে। তারা অবনমন এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। কোনো অংশে কম ক্ষুধার্ত হওয়া যাবে না। আমরা একটা চ্যাম্পিয়নশিপ জিততে যাচ্ছি। যা আগে করেছি, সেই ধারাবাহিকতা বজায় রেখো। ঠিক আছে? চলো মাঠে নেমে পড়ি।’
প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে লেগানেসের বিপক্ষে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৮ মিনিটে লেগানেস ডিফেন্ডার হোর্হে সায়েনজ আত্মঘাতী গোলটা করেছেন। শেষের দিকে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লেগানেস। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে লেগানেস ফরোয়ার্ড মুনির আল হাদাদি বার্সার রক্ষণভাগে ঢোকার চেষ্টা করেন। তখন সেটা ব্লক করেছেন বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ। তাতেই মূলত বেঁচে যায় কাতালানরা।
মার্তিনেজ যেভাবে লেগানেসের আক্রমণ প্রতিহত করেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘আমার কাছে সেরা পরিস্থিতি মানে শুধু গোল করাই নয়। তবে ইনিগো শেষ মুহূর্তে যে সেভটা করেছে, সেটা অবিশ্বাস্য। আমি এটা গোলের মতো করেই উদ্যাপন করেছি। প্রত্যেকেই গোল হিসেবে উদ্যাপন করেছে। এটা খেলারই একটা অংশ এবং আরও একটা ম্যাচ গোল হজম না করে কাটিয়ে দিলাম। দারুণ এক ম্যাচ।’
লেগানেসের বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা নিয়েছে ৩ শট। অন্যদিকে লেগানেস ৩৩ শতাংশ বল দখলে রাখতে পেরেছে। বার্সার লক্ষ্য বরাবর তারা করে এক শট। আর ১-০ গোলের জয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আরও একটু কাছে পৌঁছাল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২২ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট এখন কাতালানদের। শিষ্যদের প্রশংসা করে ফ্লিক বলেছেন, ‘তিন পয়েন্ট মানে তো তিন পয়েন্টই। এটা দুর্দান্ত। সত্যিই আমি খুশি এবং দল নিয়ে অনেক গর্বিত।’
২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তারা খেলেছে ৩০ ম্যাচ। মেন্দিজোরোজা স্টেডিয়ামে আজ রাতে লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ আলাভেস। ৬০ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। তারাও ৩০ ম্যাচ খেলেছে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে