বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলে ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলো। অর্থাৎ, ওই বছর থেকে ব্রাজিল-আর্জেন্টিনাও খেলবে ইউরোপের নেশনস লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহসভাপতি জিবিনিউ বনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।
শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ের মতো দলগুলো। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে; তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে ৷ উয়েফা শীর্ষ ২২ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘বি’।
উয়েফা সহসভাপতি পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।’
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) ও লাতিন আমেরিকা (কনমেবল) মূলত ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফাকে চাপে ফেলতে এবার এক জোট হয়েছে।
বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলে ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলো। অর্থাৎ, ওই বছর থেকে ব্রাজিল-আর্জেন্টিনাও খেলবে ইউরোপের নেশনস লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহসভাপতি জিবিনিউ বনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।
শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ের মতো দলগুলো। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে; তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে ৷ উয়েফা শীর্ষ ২২ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘বি’।
উয়েফা সহসভাপতি পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।’
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) ও লাতিন আমেরিকা (কনমেবল) মূলত ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফাকে চাপে ফেলতে এবার এক জোট হয়েছে।
টানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
৪ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
৪ ঘণ্টা আগে‘প্রিয়’ সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছরে সেভাবে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের
৪ ঘণ্টা আগে