ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে