ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৭ ঘণ্টা আগে