লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ইউনাইটেডকে হারাতে পারছে না কেউই। ওল্ড ট্রাফোর্ডে গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ফুলহামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই জয়ে এরিক টেন হাগ কৃতিত্ব দিচ্ছেন গোলরক্ষক দাভিদ দি হেয়াকে।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল প্রথমার্ধ ছিল গোলশুন্য ড্র। ৫০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় ফুলহাম। আরও গোল হজম করতে পারত ম্যান ইউ। তবে ইউনাইটেডকে রক্ষা করেছেন দি গিয়া। ৬৬ মিনিটে মিত্রোভিচের হেড থেকে করা নিশ্চিত গোল ফিরিয়ে দেন দি গিয়া। এর আগে ৪৮ থেকে ৪৯-১ মিনিটের ব্যবধানে ফুলহামের দুটো গোল ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক দি গিয়া। আর ইউনাইটেডের তিন গোলের মধ্যে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, বাকি এক গোল করেছেন মার্সেল স্যাবিতজার।
এফএ কাপের সেমিতে ওঠায় দি গিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন টেন হাগ। ম্যান ইউ কোচ বলেন, ‘ম্যাচটা অনেক কঠিন ছিল। সেট প্লে থেকে আমরা গোল হজম করেছিলাম। তবে ম্যাচে ফিরতে ডি গিয়ার বিশেষ কিছু করার দরকার ছিল। সে দুটো দারুণ সেভ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের আক্রমণ। অ্যান্টনি, জ্যাডন সানচো বেশ দারুণ খেলেছে। আর অবশ্যই পেনাল্টি থেকে করা গোলটা তো রয়েছেই।’
ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে। ২ এপ্রিল সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে নিউক্যাসল-ম্যান ইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে আছে ম্যান ইউ। ২৬ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে রেড ডেভিলদের পয়েন্ট ৫০।
লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ইউনাইটেডকে হারাতে পারছে না কেউই। ওল্ড ট্রাফোর্ডে গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ফুলহামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই জয়ে এরিক টেন হাগ কৃতিত্ব দিচ্ছেন গোলরক্ষক দাভিদ দি হেয়াকে।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল প্রথমার্ধ ছিল গোলশুন্য ড্র। ৫০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় ফুলহাম। আরও গোল হজম করতে পারত ম্যান ইউ। তবে ইউনাইটেডকে রক্ষা করেছেন দি গিয়া। ৬৬ মিনিটে মিত্রোভিচের হেড থেকে করা নিশ্চিত গোল ফিরিয়ে দেন দি গিয়া। এর আগে ৪৮ থেকে ৪৯-১ মিনিটের ব্যবধানে ফুলহামের দুটো গোল ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক দি গিয়া। আর ইউনাইটেডের তিন গোলের মধ্যে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, বাকি এক গোল করেছেন মার্সেল স্যাবিতজার।
এফএ কাপের সেমিতে ওঠায় দি গিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন টেন হাগ। ম্যান ইউ কোচ বলেন, ‘ম্যাচটা অনেক কঠিন ছিল। সেট প্লে থেকে আমরা গোল হজম করেছিলাম। তবে ম্যাচে ফিরতে ডি গিয়ার বিশেষ কিছু করার দরকার ছিল। সে দুটো দারুণ সেভ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের আক্রমণ। অ্যান্টনি, জ্যাডন সানচো বেশ দারুণ খেলেছে। আর অবশ্যই পেনাল্টি থেকে করা গোলটা তো রয়েছেই।’
ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে। ২ এপ্রিল সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে নিউক্যাসল-ম্যান ইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে আছে ম্যান ইউ। ২৬ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে রেড ডেভিলদের পয়েন্ট ৫০।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে