সংবাদ সম্মেলনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। জন্মসূত্রে তিনি নিজে সুইস নাগরিক। একজন ইউরোপিয়ান হয়েও কাতারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলে ইউরোপিয়ানদের ক্ষমা চাইতে বলেছেন ফিফা সভাপতি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগেই কাতার বিশ্বকাপের অনেকখানি আকর্ষণ নষ্ট হয়ে গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি কাতারের নিষ্ঠুর আচরণ আর হাজার হাজার শ্রমিক মৃত্যুর খবরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদনে বলেছিল, বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। সমকামীদের অধিকার খর্ব করার অভিযোগে পশ্চিমাদের তোপের মুখে কাতার।
পশ্চিমাদের এমন সব অভিযোগে প্রতিবারই অস্বীকার করে গেছে কাতার সরকার। দেশটির পাল্টা অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমগুলো সবসময়ই ‘তিলকে তাল’ করে দেখাচ্ছে। কাতার সরকারের দাবি, বিশ্বকাপ প্রকল্পের বাইরের মৃত্যুকেও ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করেছে এসব গণমাধ্যম।
কাতার নিয়ে ইউরোপিয়ানদের সহস্র অভিযোগ এত দিন ঝেড়ে ফেললেও বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন অর্থাৎ আজ রীতিমতো গর্জে উঠলেন ইনফান্তিনো। ক্ষোভ থেকে তাঁর অধিকাংশ তোপই গেছে নিজের মহাদেশের সমালোচকদের দিকে। সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেছেন, ‘আমি নিজে একজন ইউরোপিয়ান। গত ৩ হাজার বছর ধরে আমরা যা করেছি, কাউকে পরামর্শ দেওয়ার আগে পরের ৩ হাজার বছর আমাদের সবার কাছে ক্ষমা চাইতে হবে।’
ইনফান্তিনো আরও বলেন, ‘ইউরোপিয়ানরা যদি মানুষের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিহ্নিত হয়, তারা আইনি পন্থা অবলম্বন করলেই পারে-কাতার যেমনটা করেছে-এই শ্রমিকদের ইউরোপে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। তাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারে, স্বপ্ন বুনে দিতে পারে।’
কথায় কথায় ইউরোপিয়ানদের পরামর্শ দেওয়ার এই অভ্যাসকে কপটতা বলে তাদের দুয়ে দিয়েছেন ফিফা সভাপতি, ‘তাদের এই সমালোচনা বুঝতে আমার বেশ কষ্ট হয়। আমাদের উচিৎ এই মানুষগুলোকে সাহায্য করা, তাদের শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া। একপক্ষীয় নৈতিক শিক্ষা দেওয়াটা একটা কপটতা। আমার বিস্ময় লাগে ২০১৬ সাল থেকে কাতারে যে উন্নয়ন হয়েছে তা কেন অন্যরা স্বীকৃতি দিচ্ছে না! ১২ বছর আগে যে সিদ্ধান্ত হয়ে গেছে তার সমালোচনা করা সহজ কিছু না। কাতার প্রস্তুত, এটা সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।’
শেষ মুহূর্তে বিশ্বকাপে বিয়ার বাতিল করেছে কাতার সরকার। তা নিয়েও সমালোচনার কমতি নেই। বিয়ার নিয়ে হা-হুতাশকারীদেরও এক হাত নিয়েছেন ফিফা প্রধান, ‘তিন ঘণ্টা বিয়ার পান না করলে আমার মনে হয় কেউ মারা যাবে না। ফ্রান্সের মতো দেশেও স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ। আর কাতার মুসলিম দেশ, কিন্তু অনেকে একে দেখছেন বিশাল সমস্যা হিসেবে।’
সংবাদ সম্মেলনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। জন্মসূত্রে তিনি নিজে সুইস নাগরিক। একজন ইউরোপিয়ান হয়েও কাতারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলে ইউরোপিয়ানদের ক্ষমা চাইতে বলেছেন ফিফা সভাপতি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগেই কাতার বিশ্বকাপের অনেকখানি আকর্ষণ নষ্ট হয়ে গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি কাতারের নিষ্ঠুর আচরণ আর হাজার হাজার শ্রমিক মৃত্যুর খবরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদনে বলেছিল, বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। সমকামীদের অধিকার খর্ব করার অভিযোগে পশ্চিমাদের তোপের মুখে কাতার।
পশ্চিমাদের এমন সব অভিযোগে প্রতিবারই অস্বীকার করে গেছে কাতার সরকার। দেশটির পাল্টা অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমগুলো সবসময়ই ‘তিলকে তাল’ করে দেখাচ্ছে। কাতার সরকারের দাবি, বিশ্বকাপ প্রকল্পের বাইরের মৃত্যুকেও ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করেছে এসব গণমাধ্যম।
কাতার নিয়ে ইউরোপিয়ানদের সহস্র অভিযোগ এত দিন ঝেড়ে ফেললেও বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন অর্থাৎ আজ রীতিমতো গর্জে উঠলেন ইনফান্তিনো। ক্ষোভ থেকে তাঁর অধিকাংশ তোপই গেছে নিজের মহাদেশের সমালোচকদের দিকে। সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেছেন, ‘আমি নিজে একজন ইউরোপিয়ান। গত ৩ হাজার বছর ধরে আমরা যা করেছি, কাউকে পরামর্শ দেওয়ার আগে পরের ৩ হাজার বছর আমাদের সবার কাছে ক্ষমা চাইতে হবে।’
ইনফান্তিনো আরও বলেন, ‘ইউরোপিয়ানরা যদি মানুষের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিহ্নিত হয়, তারা আইনি পন্থা অবলম্বন করলেই পারে-কাতার যেমনটা করেছে-এই শ্রমিকদের ইউরোপে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। তাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারে, স্বপ্ন বুনে দিতে পারে।’
কথায় কথায় ইউরোপিয়ানদের পরামর্শ দেওয়ার এই অভ্যাসকে কপটতা বলে তাদের দুয়ে দিয়েছেন ফিফা সভাপতি, ‘তাদের এই সমালোচনা বুঝতে আমার বেশ কষ্ট হয়। আমাদের উচিৎ এই মানুষগুলোকে সাহায্য করা, তাদের শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া। একপক্ষীয় নৈতিক শিক্ষা দেওয়াটা একটা কপটতা। আমার বিস্ময় লাগে ২০১৬ সাল থেকে কাতারে যে উন্নয়ন হয়েছে তা কেন অন্যরা স্বীকৃতি দিচ্ছে না! ১২ বছর আগে যে সিদ্ধান্ত হয়ে গেছে তার সমালোচনা করা সহজ কিছু না। কাতার প্রস্তুত, এটা সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।’
শেষ মুহূর্তে বিশ্বকাপে বিয়ার বাতিল করেছে কাতার সরকার। তা নিয়েও সমালোচনার কমতি নেই। বিয়ার নিয়ে হা-হুতাশকারীদেরও এক হাত নিয়েছেন ফিফা প্রধান, ‘তিন ঘণ্টা বিয়ার পান না করলে আমার মনে হয় কেউ মারা যাবে না। ফ্রান্সের মতো দেশেও স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ। আর কাতার মুসলিম দেশ, কিন্তু অনেকে একে দেখছেন বিশাল সমস্যা হিসেবে।’
সাকিব আল হাসান আপাতত দেশ থেকে দূরে, গত ১ বছর বিদেশেই খেলে বেড়াচ্ছেন। এখন যেমন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। বাংলাদেশ সময় ভোর কিংবা গভীর রাতে মাঠে নামছেন তিনি, তবু সাকিবের খেলা দেখতে ঘড়ির কাঁটার দিকে তাকাতে হয় না! সাকিব মানেই নতুন মাইলফলক, নতুন অর্জন।
২ ঘণ্টা আগেবিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
৬ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
৭ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৭ ঘণ্টা আগে