এ বছর যেন জিততেই ভুলে গিয়েছিল লিভারপুল। কোনো ধরনের প্রতিযোগিতাতেই মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। মলিনিউক্স স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শিষ্যদের জয়ে উল্লসিত কোচ ইয়ুর্গেন ক্লপ।
মলিনিউক্সে গতকাল উলভারহ্যাম্পটন-লিভারপুল ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচ। উলভসের বিপক্ষে জিততে বেশ কষ্টই পেতে হয়েছে লিভারপুলকে। অলরেডরা বল দখলে রেখেছিল ৪২ শতাংশ এবং লক্ষ্য বরাবর শট ছিল দুটি। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ১৩ মিনিটে। থিয়াগো আলকান্তারার অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। ১-০তে জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে যায় অলরেডরা।
শিষ্যদের জয়ে ভীষণ খুশি ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। ম্যাচ শেষে ছেলেদের বলেছি যে ভালো খেলে জেতার অনুভূতি কেমন হয়। তাই আমরা আজ অনেক খুশি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ফামার স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে খেলবে অলরেডরা। তার আগে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি পয়েন্ট তালিকায় আছে ৯ ও ১০ নম্বরে। ক্লপ এখন ভাবছেন চেলসির বিপক্ষে ম্যাচ নিয়েই। লিভারপুল কোচ বলেন, ‘এই সপ্তাহের শেষে বড় ম্যাচ আসছে (চেলসির বিপক্ষে)। যদি এভাবে খেলতে পারি শেষ ম্যাচের মতো, তাহলে তাদের (চেলসি) বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
এ বছর যেন জিততেই ভুলে গিয়েছিল লিভারপুল। কোনো ধরনের প্রতিযোগিতাতেই মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। মলিনিউক্স স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শিষ্যদের জয়ে উল্লসিত কোচ ইয়ুর্গেন ক্লপ।
মলিনিউক্সে গতকাল উলভারহ্যাম্পটন-লিভারপুল ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচ। উলভসের বিপক্ষে জিততে বেশ কষ্টই পেতে হয়েছে লিভারপুলকে। অলরেডরা বল দখলে রেখেছিল ৪২ শতাংশ এবং লক্ষ্য বরাবর শট ছিল দুটি। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ১৩ মিনিটে। থিয়াগো আলকান্তারার অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। ১-০তে জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে যায় অলরেডরা।
শিষ্যদের জয়ে ভীষণ খুশি ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। ম্যাচ শেষে ছেলেদের বলেছি যে ভালো খেলে জেতার অনুভূতি কেমন হয়। তাই আমরা আজ অনেক খুশি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ফামার স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে খেলবে অলরেডরা। তার আগে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি পয়েন্ট তালিকায় আছে ৯ ও ১০ নম্বরে। ক্লপ এখন ভাবছেন চেলসির বিপক্ষে ম্যাচ নিয়েই। লিভারপুল কোচ বলেন, ‘এই সপ্তাহের শেষে বড় ম্যাচ আসছে (চেলসির বিপক্ষে)। যদি এভাবে খেলতে পারি শেষ ম্যাচের মতো, তাহলে তাদের (চেলসি) বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে