Ajker Patrika

ভিনিকে ১২ হাজার কোটি টাকার চুক্তির প্রস্তাব রিয়ালের 

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭: ৪০
ভিনিকে ১২ হাজার কোটি টাকার চুক্তির প্রস্তাব রিয়ালের 

ভিনিসিয়ুস জুনিয়রের গত কয়েক মাসে রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছে না। মাঠের পারফরম্যান্স যা-ই হোক, প্রায়ই বর্ণবাদের শিকার হচ্ছেন তিনি। এবার শোনা গেল, ভিনিকে প্রায় ১২০০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে রিয়াল।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার ভিনির সঙ্গে রিয়ালের চুক্তির কথা জানিয়েছে। সংবাদমাধ্যমটির ভাষ্য, রিয়াল পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ভিনিকে। রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১১৮৩৩ কোটি টাকা। লয়্যালটি বোনাসও পাবেন ভিনি। যদি এই সময়ের মধ্যে ব্যালন ডি অর জেতেন, তাহলে বোনাস হিসেবে আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভিনি নাকি চুক্তিপত্রে স্বাক্ষর করে ফেলেছেন। যদিও রিয়াল বা ভিনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

ভিনির সঙ্গে রিয়ালের এমন মোটা অঙ্কের চুক্তির কারণ হতে পারে তারকা ফুটবলারদের সৌদি আরবের লিগে খেলতে যাওয়া। রিয়ালের সাবেক দুই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা এরই মধ্যে সৌদিতে চলে গেছেন। রোনালদো এরই মধ্যে আল নাসরে খেলছেন আর আল ইত্তিহাদে গেছেন বেনজেমা। লুকা মদরিচেরও সৌদিতে যাওয়ার গুঞ্জন চলছিল। তবে মদরিচের সঙ্গে রিয়ালের এক বছরের চুক্তি নবায়ন হয়েছে। তাছাড়া স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোতেও যাওয়ার ইচ্ছে রয়েছে ভিনির। এ মাসের শুরুতে মারাকানায় ব্রাজিলের সিরি আ ম্যাচে মুখোমুখি হয় ভাস্কো দা গামা-ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠে নামেন ভিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নাম ও নম্বরসহ জার্সি তাঁকে (ভিনি) উপহার দিয়েছে দুই ক্লাব। ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের সবার জার্সির পেছনে লেখা ছিল ‘অল উইথ ভিনিসিয়ুস জুনিয়র’। ম্যাচ শেষে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘এটা একটু সময় লাগবে। তবে একদিন ফিরব (ফ্ল্যামেঙ্গো)।’

২০১৮ তে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে এসেছেন ভিনি। ২২৫ ম্যাচে করেছেন ৫৯ গোল ও অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রিয়ালের হয়ে দুটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত