Ajker Patrika

শ্রীলঙ্কাকে গোলের মালা পরাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০: ৪৬
শ্রীলঙ্কাকে গোলের মালা পরাল বাংলাদেশ

শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।

আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।

ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।

প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত