Ajker Patrika

বরখাস্ত হলেন নেইমারদের কোচ

বরখাস্ত হলেন নেইমারদের কোচ

বরখাস্ত হওয়ার আশঙ্কা আগেই বুঝতে পেরেছিলেন ক্রিস্তফ গালতিয়ের। তাই কিছুদিন আগে জানিয়েছিলেন, পিএসজিতে তাঁর দ্বিতীয় মৌসুম কাজের সুযোগ পাওয়া প্রাপ্য। তাঁর চাওয়া আর পূরণ হলো না। আজ তাঁকে ছাঁটাই করেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি-সার্জিও রামোসদের ক্লাব ছাড়ার ঘোষণার সময়ই জানা যায় মৌসুম শেষেই পিএসজি ছাড়তে হচ্ছে কোচ গালতিয়েরকে। সে সময় জানা না গেলেও আজ তার প্রমাণ মিলেছে। ক্লাব এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন জানিয়েছে, পিএসজির ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস নাকি বরখাস্ত করার বিষয়টি গালতিয়েরকে ইতিমধ্যে জানিয়েছে। 

মরিসিও পচেত্তিনোর বদলি হিসেবে ২০২২ সালে ২ বছরের চুক্তিতে পিএসজির ডাগআউটের দায়িত্ব পেয়েছিলেন গালতিয়ের। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ছাঁটাই হলেন তিনি। যদিও সদ্য শেষ হওয়া মৌসুমে দলকে লিগ চ্যাম্পিয়ন করেছেন ৫৬ বছর বয়সী কোচ। কিন্তু যে উদ্দেশে তাঁকে দায়িত্ব দিয়েছিল ক্লাব তা পূরণ করতে না পারায় চাকরি হারালেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের কোচ। চ্যাম্পিয়নস লিগে আবারো ব্যর্থতার পরিচয় দেওয়ায় ফরাসি কোচ মেয়াদের আগেই বরখাস্ত হলেন। 

গালতিয়েরের বদলে নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে পিএসজি। ইতিমধ্যে নাকি জুলিয়ান নাগেলসম্যানের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত মার্চে হঠাৎ করেই বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হওয়ার বর্তমানে বেকার আছেন নাগেলসম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত