Ajker Patrika

নিউক্যাসলের গোলবন্যার রাতে যত রেকর্ড 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০০
নিউক্যাসলের গোলবন্যার রাতে যত রেকর্ড 

শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড। 

ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়। গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। 

৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন। 

গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত