শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়। গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল।
৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন।
গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো।
শেফিল্ড ইউনাইটেডের কাছে যেন গতকাল ব্যাপারটা ছিল ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ নিয়মিত বিরতিতে একের পর এক গোল করে যাচ্ছিল নিউক্যাসল। গোলবন্যার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
ব্রামাল লেনে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল-শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের অ্যাওয়ে ম্যাচে এটা সবচেয়ে বড় জয়। গত ২৪ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের এটাই সবচেয়ে বড় জয়। ১৯৯৯-এর সেপ্টেম্বরে শেফিল্ড ওয়েডনেজডেকে ৮-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। নিউক্যাসলের হয়ে সেবার ৫ গোল করেন অ্যালান শিয়ারার। আর নিজেদের সবচেয়ে বড় জয় ম্যাগপাইরা পেয়েছিল ১৯৪৬ সালে। নিউপোর্ট কাউন্টিকে এফএ কাপে ১৩-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল।
৮-০ গোলের জয়ে নিউক্যাসলের কেউ হ্যাটট্রিক তো দূরে থাক, জোড়া গোলও করেননি। আটজন ভিন্ন ফুটবলার আটটি গোল করেছেন। যার শুরুটা ২১ মিনিটে করেন নিউক্যাসল মিডফিল্ডার শন লংস্টাফ। এরপর ৩১,৩৫, ৫৬,৬১, ৬৮,৭৩, ৮৭ মিনিটে গোল করেন ড্যান বার্ন, ভেন বটম্যান, কালাম উইলসন, অ্যান্থনি গর্ডন, মিগুয়েল আলমিরন, ব্রুনো গুইমারেজ, আলেক্সান্ডার ইসাক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো নির্দিষ্ট দলের আট ফুটবলার গোল করেছেন।
গত ৯০ বছরের ইতিহাসে প্রিমিয়ার লিগে এবারই প্রথম ৮ বা তার বেশি গোল হজম করল শেফিল্ড। এর আগে ১৯৩৩ এর নভেম্বরে শেফিল্ডকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছিল মিডলসবোরো।
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১৫ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে