ক্রীড়া ডেস্ক
সাড়ে তিন মাস পর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের কাছে। কোপা দেল রের ফাইনালে গত রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে রিয়াল লড়াই করে সমানে সমানে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বার্সা।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এ বছরের ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল নামে প্রতিশোধের মিশনে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। যেখানে ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। যে রিয়াল পিছিয়ে থেকেও ম্যাচ জিততে পটু, সেখানে গত রাতে তারা এগিয়ে থাকার পর হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ।
জয়ের মতো অবস্থায় থেকে ম্যাচ হারা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। তবে তারা আমাদের থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ও আরও বেশি জটিল হয়ে গেছে। আমাদের লড়াই করতে হতো। কারণ, আমরা লড়াই করেছি। শিরোপা জিততে না পারায় খুব খারাপ লাগছে। তবে যা করার, আমরা তা করেছি।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ১০ দিন না যেতেই আরও একটি মেজর টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ খেল ধাক্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন আসেন আনচেলত্তি, তখন তাঁর ভবিষ্যৎ নিয়ে করা হয়েছে প্রশ্ন। রিয়াল কোচ বলেন, ‘এটা নিয়ে সামনের সপ্তাহগুলোতে আলোচনা হবে। আজ (গতকাল) নয়।’
এমবাপ্পে গতকাল রদ্রিগোর বদলি হিসেবে নামেন ৪৬ মিনিটে। ৭৭ মিনিটে একটা গোলও করেছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দেরিতে খেলানোর ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাকে (এমবাপ্পে) দ্বিতীয়ার্ধেই আনতে চেয়েছি যখন গতি একটু কমে গিয়েছিল। সে তেমন ছন্দে ছিল না। সেকারণে দ্বিতীয়ার্ধে আনা হয়েছে। কিছু ভালো সময় কাটিয়েছে।’
কোপা দেল রের ফাইনালে গত রাতে ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭০ ও ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েঁ চুয়ামেনির জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।২-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালকে হারানো যাবে, সেটা হয়তো বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা কল্পনা করতে পারেননি। ৮৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ২-২ গোলে সমতা হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে করেন জয়সূচক গোল।
আরও পড়ুন:
সাড়ে তিন মাস পর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের কাছে। কোপা দেল রের ফাইনালে গত রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে রিয়াল লড়াই করে সমানে সমানে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বার্সা।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এ বছরের ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল নামে প্রতিশোধের মিশনে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। যেখানে ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। যে রিয়াল পিছিয়ে থেকেও ম্যাচ জিততে পটু, সেখানে গত রাতে তারা এগিয়ে থাকার পর হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ।
জয়ের মতো অবস্থায় থেকে ম্যাচ হারা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। তবে তারা আমাদের থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ও আরও বেশি জটিল হয়ে গেছে। আমাদের লড়াই করতে হতো। কারণ, আমরা লড়াই করেছি। শিরোপা জিততে না পারায় খুব খারাপ লাগছে। তবে যা করার, আমরা তা করেছি।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ১০ দিন না যেতেই আরও একটি মেজর টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ খেল ধাক্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন আসেন আনচেলত্তি, তখন তাঁর ভবিষ্যৎ নিয়ে করা হয়েছে প্রশ্ন। রিয়াল কোচ বলেন, ‘এটা নিয়ে সামনের সপ্তাহগুলোতে আলোচনা হবে। আজ (গতকাল) নয়।’
এমবাপ্পে গতকাল রদ্রিগোর বদলি হিসেবে নামেন ৪৬ মিনিটে। ৭৭ মিনিটে একটা গোলও করেছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দেরিতে খেলানোর ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাকে (এমবাপ্পে) দ্বিতীয়ার্ধেই আনতে চেয়েছি যখন গতি একটু কমে গিয়েছিল। সে তেমন ছন্দে ছিল না। সেকারণে দ্বিতীয়ার্ধে আনা হয়েছে। কিছু ভালো সময় কাটিয়েছে।’
কোপা দেল রের ফাইনালে গত রাতে ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭০ ও ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েঁ চুয়ামেনির জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।২-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালকে হারানো যাবে, সেটা হয়তো বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা কল্পনা করতে পারেননি। ৮৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ২-২ গোলে সমতা হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে করেন জয়সূচক গোল।
আরও পড়ুন:
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে