স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩৮ মিনিট আগেকদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১৩ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৪ ঘণ্টা আগে