Ajker Patrika

বার্সাকে টপকে এখনো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে রিয়াল

ক্রীড়া ডেস্ক    
শেষ মুহূর্তের ম্যাজিকে ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
শেষ মুহূর্তের ম্যাজিকে ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।

মায়োর্কার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তাতে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়েই আছে কার্লো আনচেলত্তির রিয়াল। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে কাতালানরা এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন হতে বার্সার পরের তিন ম্যাচে প্রয়োজন তিন পয়েন্ট। সেক্ষেত্রে সামনের তিন ম্যাচের যেকোনো এক ম্যাচে জয়েই এবারের লা লিগা হয়ে যাবে বার্সেলানার।

পরের তিন ম্যাচের যেকোনো একটিতে জয় ছাড়াও বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার অন্য উপায় আছে। সেক্ষেত্রে হাতে থাকা সবশেষ তিন ম্যাচ ড্র করতে হবে কাতালানদের। আনচেলত্তির মতে টুর্নামেন্টের শেষভাগে এসে যেকোনো কিছুই হতে পারে। মায়োর্কার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘আমরা কাজে বিশ্বাসী। এখনো বাকি ম্যাচগুলো জিততে হবে। বার্সার হারতে হবে। তবে যেকোনো কিছুই হতে পারে। আমাদের এখনো জয়ের সম্ভাবনা আছে।’

মায়োর্কার রক্ষণভাগের দারুণ পরীক্ষা নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের ফল দেখে সেটা বোঝা যাবে না। তবে পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে, রিয়াল ৭২ শতাংশ বল দখলে রেখেছে। সব মিলিয়ে ৩৯ শট করেছে দলটি। যার মধ্যে ১৩ শটই রিয়াল করেছে মায়োর্কার লক্ষ্য বরাবর। শিষ্যদের এমন হার না মানা মানসিকতা দেখে মুগ্ধ আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘১২ খেলোয়াড় চোটে পড়া সত্ত্বেও আমরা হার মানিনি। এমনটা খুবই অপ্রত্যাশিত। কখনো যে কোনো দল ৪০টার বেশি শট লক্ষ্য বরাবর নিতে পারে, আজকের মতো এমনটা কখনো দেখিনি।’

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভ্যালজেন্ট। প্রথমার্ধ রিয়াল শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। ৬৮ মিনিটে লুকা মদরিচের পাস প্রথমে রিসিভ করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর মায়োর্কার দুই ডিফেন্ডারকে ড্রিবল করে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হওয়া যখন সময়ের ব্যাপার, তখনই চমক। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে জয়সূচক গোল করেন রিয়াল ডিফেন্ডার জ্যাকোবো র‍্যামন।

বার্সেলোনা লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আজ রাতেই। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ এস্পানিওল। বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় আরসিডিই স্টেডিয়ামে শুরু হবে বার্সা-এস্পানিওল ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত