তিনি চাইলে খেলতে পারতেন ইতালির হয়েও। ইতালির কোচ রবের্তো মানচিনি বলতে গেলে প্রস্তুত হয়ে ছিলেন তাঁকে পাওয়ার জন্য। মার্কোস সেনেসি সেই সুযোগ আর নেননি, সাড়া দিয়েছেন মাতৃভূমি আর্জেন্টিনার ডাকে।
কনমেবল ও উয়েফার সেরা দুই দেশ আর্জেন্টিনা-ইতালির মধ্যে প্রীতি ম্যাচটা হবে ১ জুন। সেই ম্যাচকে ঘিরে যে ৩৫ সদস্যের প্রাথমিক দল গড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তাতে নাম আছে সেনেসির। ডাচ ক্লাব ফেয়নুর্দের ২৫ বছর বয়সী ডিফেন্ডারের আবার একই সঙ্গে ইতালিয়ান পাসপোর্টও আছে।
ফেয়নুর্দের হয়ে আলো ছড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মানচিনির ইতালি দলে ডাক পান সেনেসি। একই সময়ে ইতিবাচক সাড়া এসেছে আর্জেন্টিনা থেকেও। ফুটবল ইতিহাসে সেনেসিই একমাত্র ফুটবলার, যিনি একই ম্যাচের জন্য প্রতিপক্ষ দুই দেশ থেকে ডাক পেলেন। ইতালির প্রাথমিক দলে থাকলেও খেলতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা থেকে মেসিদেরই বেছে নিয়েছেন সেনেসি।
স্কালোনির আর্জেন্টিনা দলে আর কোনো নতুন নাম নেই। তবে আছে চোটাক্রান্ত খেলোয়াড়। পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস মাত্র চোট সেরে উঠেছেন। টটেনহাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর আছে চোট।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি
রক্ষণ
গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ক্রিস্টিয়ান রোমেরো, হারমান পেজ্জেয়া, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, নেহুয়েন পেরেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিংগুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজিকুয়েল প্যালাসিওস, জিওভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আনহেল কোরেয়া
ফরোয়ার্ড
লিওনেল মেসি, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাউলো দিবালা, হোয়াকিন কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেজ
তিনি চাইলে খেলতে পারতেন ইতালির হয়েও। ইতালির কোচ রবের্তো মানচিনি বলতে গেলে প্রস্তুত হয়ে ছিলেন তাঁকে পাওয়ার জন্য। মার্কোস সেনেসি সেই সুযোগ আর নেননি, সাড়া দিয়েছেন মাতৃভূমি আর্জেন্টিনার ডাকে।
কনমেবল ও উয়েফার সেরা দুই দেশ আর্জেন্টিনা-ইতালির মধ্যে প্রীতি ম্যাচটা হবে ১ জুন। সেই ম্যাচকে ঘিরে যে ৩৫ সদস্যের প্রাথমিক দল গড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তাতে নাম আছে সেনেসির। ডাচ ক্লাব ফেয়নুর্দের ২৫ বছর বয়সী ডিফেন্ডারের আবার একই সঙ্গে ইতালিয়ান পাসপোর্টও আছে।
ফেয়নুর্দের হয়ে আলো ছড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মানচিনির ইতালি দলে ডাক পান সেনেসি। একই সময়ে ইতিবাচক সাড়া এসেছে আর্জেন্টিনা থেকেও। ফুটবল ইতিহাসে সেনেসিই একমাত্র ফুটবলার, যিনি একই ম্যাচের জন্য প্রতিপক্ষ দুই দেশ থেকে ডাক পেলেন। ইতালির প্রাথমিক দলে থাকলেও খেলতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা থেকে মেসিদেরই বেছে নিয়েছেন সেনেসি।
স্কালোনির আর্জেন্টিনা দলে আর কোনো নতুন নাম নেই। তবে আছে চোটাক্রান্ত খেলোয়াড়। পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস মাত্র চোট সেরে উঠেছেন। টটেনহাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর আছে চোট।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি
রক্ষণ
গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ক্রিস্টিয়ান রোমেরো, হারমান পেজ্জেয়া, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, নেহুয়েন পেরেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিংগুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজিকুয়েল প্যালাসিওস, জিওভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আনহেল কোরেয়া
ফরোয়ার্ড
লিওনেল মেসি, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাউলো দিবালা, হোয়াকিন কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেজ
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৫ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৫ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৭ ঘণ্টা আগে