Ajker Patrika

ম্যানইউ ছাড়তে চান রোনালদো

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৪: ৩৭
ম্যানইউ ছাড়তে চান রোনালদো

গ্রীষ্মকালীন দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ভালো কোনো প্রস্তাব পেলে ম্যানইউ যেন তাঁকে ছেড়ে দেয়; ক্লাবের কাছে এমন ইচ্ছের কথা জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এমনটা দাবি করছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।

রোনালদোর ম্যানইউতে দ্বিতীয় মেয়াদে ফেরাটা সুখকর হয়নি। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও শিরোপাহীন মৌসুম কাটিয়েছে ক্লাব। ম্যানইউ প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি। মূলত এ কারণেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে রোনালদোর।

রোনালদো ক্লাব ছাড়তে চাইলেও ম্যানইউ তাদের আগের অবস্থায়ই এখনো অনড়। ক্লাবের চাওয়া, ২০২৩ সাল পর্যন্ত চুক্তির পুরোটা সময়ই তাদের হয়ে খেলবেন সিআরসেভেন। মৌসুমে ২৪ গোল করা রোনালদোকে ছাড়তে চায় না তারা। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগও রোনালদোর সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু গুঞ্জন আছে, চেলসি ও বায়ার্ন মিউনিখের সঙ্গে আলোচনা করছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজ।

রোনালদো আগেই জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে থেকেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না। এদিকে ২০২১-২২ ছিল ম্যানইউয়ের শিরোপাহীন টানা পঞ্চম মৌসুম। সবকিছু মিলিয়ে ৩৭ বছর বয়সী এই মহাতারকা এখন ম্যানইউ ছাড়ার প্রহর গুনছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত