Ajker Patrika

চার লাল কার্ড দেখানোর কারণে ক্ষোভ সালাহদের অধিনায়কের

ক্রীড়া ডেস্ক    
লিভারপুল-এভারটন ম্যাচে এভাবেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। রেফারিকে চারটি লাল কার্ড দেখাতে হয়েছে। ছবি: এএফপি
লিভারপুল-এভারটন ম্যাচে এভাবেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। রেফারিকে চারটি লাল কার্ড দেখাতে হয়েছে। ছবি: এএফপি

ডার্বিতে এমন উত্তেজনার ঘটনা নতুন কিছু নয়। মাদ্রিদ ডার্বিতে (আতলেতিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ) গত বছর ভক্ত-সমর্থকেরা মাঠে এলোপাতাড়ি বস্তু ছুড়েছিলেন। তবে গত রাতে গুডিসন পার্কে লিভারপুল-এভারটন ডার্বিতে ঘটেছে চারটি লাল কার্ডের ঘটনা। এমনটা আগে কখনো ঘটেছে কি না, সেটা দেখতে গেলে তো অতীত ইতিহাস ঘাঁটতে হবে।

গুডিসন পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে ৯০ মিনিটের আগেই লিভারপুল ২-১ ব্যবধানে এগিয়ে যায় এভারটনের চেয়ে। লিভারপুলের হাতের নাগালে থাকা জয় কেড়ে নেন এভারটন ডিফেন্ডার জেমস তারাওস্কি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে এই গোলটি করেন তিনি। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ বাঁশি বাজার পরই শুরু হয়ে যায় উত্তেজনা। এভারটন মিডফিল্ডার আবদুলায়ে দুকুরে লিভারপুলের ভক্ত সমর্থকদের সামনে উদযাপন শুরু করেন। এটা দেখে লিভারপুলের কুর্তিস জোনস প্রতিবাদ করেন। দুই পক্ষের ফুটবলার, কোচিং স্টাফদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। যেটা থামাতে পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে।

দুকুরে, জোনস দুজনকেই রেফারি মাইকেল অলিভার লাল কার্ড দেখিয়েছেন। লাল কার্ড দেখেছেন লিভারপুলের কোচ আর্নে স্লট ও তাঁর সহকারী সিপকে হালশফ। রেফারির সঙ্গে তর্কে জড়ানোর কারণেই অলরেডদের কোচ ও সহকারী কোচকে লাল কার্ড দেখেছেন। ম্যাচ শেষে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক টিএনটি স্পোর্টসকে বলেন, ‘অবশ্যই আপনি দেখেছেন গোলের পর তারা কীভাবে উদযাপন করেছে এবং তাদের সেই অধিকার রয়েছে। আমার মতে দুকুরে শেষের দিকে আমাদের ভক্ত-সমর্থকদের উস্কে দিয়েছিল এবং কুর্তিসের কাছে সেটা যথার্থ মনে হয়নি। ঝামেলার মধ্যে এসব যে হয়েই থাকে, সেটা তো আপনি জানেন। আমার মতে রেফারি ম্যাচের নিয়ন্ত্রণ সেভাবে নিতে পারেননি। দুই দলেরই এটা নিয়ে কিছু একটা করতে হবে। যা হয়েছে, আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।’

চার লাল কার্ডের ম্যাচে প্রথমে এগিয়ে যায় এভারটন। ১১ মিনিটে এভারটনের মিডফিল্ডার বেতো করেন গোলটি। লিভারপুলকে ১৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৭৩ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে অলরেডরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ মুহূর্তে তারাওস্কির গোলে ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর কী পরিমাণ উত্তেজনা ছড়িয়েছে, যারা ম্যাচ দেখেছেন, তারা তো বুঝতে পেরেছেন। দুকুরে, জোনস দুজনেই লাল কার্ড দেখেছেন জোড়া হলুদ কার্ডের কারণে।

২-২ গোলে ড্রয়ের পরও লিভারপুল প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ২৪ ম্যাচে ১৭ জয়, ৬ ড্র ও ১ হারে দলটির পয়েন্ট। দুই, তিন ও চারে থাকা আর্সেনাল, নটিংহাম ফরেস্ট ও চেলসির পয়েন্ট ৫০,৪৭ ও ৪৩। ২৭ পয়েন্ট নিয়ে এভারটন আছে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। তারা প্রত্যেকেই ২৪টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত