ক্রীড়া ডেস্ক
শিরোনাম দেখেই আর্জেন্টিনার ম্যাচে গোলবন্যার ব্যাপারটি অনুমান করার কথা। ৯০ মিনিটের ম্যাচে ৭ গোল হওয়া তো কম কথা নয়। উরুগুয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে জয় পেয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল, আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলের জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে। আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
কারাকাসের ন্যাশনাল ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের জালে নিয়মিত বিরতিতে গোল দিকে থাকে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ৩–০ গোলে এগিয়ে যায় আকাশী নীলরা। ৩৮ মিনিটে ক্লদিও এচেভেরি করেন ম্যাচের প্রথম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আবারও গোল করেন এচেভেরি। দলের তৃতীয় গোল করেন মাহের মরিসিও কারিজো।
একের পর এক গোল হজম করতে থাকা উরুগুয়ে প্রথম গোলের দেখা পায় ৬০ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড হোয়াকিন ল্যাভেগা। উরুগুয়ে ব্যবধান কমানোর পর দ্রুতই নিজের দ্বিতীয় গোল করেন কারিজো। তাতে আর্জেন্টিনা এগিয়ে যায় ৪-১ গোলে।
সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে নাটকীয়তা বেড়েছে। ৭৫ মিনিটে ল্যাভেগা দ্বিতীয় গোল করলে ম্যাচের স্কোরলাইন হয় আর্জেন্টিনা ৪: উরুগুয়ে ২। ৮৬ মিনিটে এস্তেবাল নাহুয়েল ক্রুচ্চি পিকার্দো করেন উরুগুয়ের তৃতীয় গোল। ম্যাচের শেষের দিকে (৯০ মিনিটে) হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সে যা-ই হোক, ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা।
চূড়ান্ত পর্বে গত রাতে ৬ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ইয়াগো তেওদোরো দা সিলভা নোগুইয়েরা। তবে ৮৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সেলেসাওরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার ইগর সেরোতে। শেষ পর্যন্ত কলম্বিয়া ১-০ গোলে হেরেছে ব্রাজিলের কাছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিলের ২ ম্যাচে ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ২ ম্যাচে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।
শিরোনাম দেখেই আর্জেন্টিনার ম্যাচে গোলবন্যার ব্যাপারটি অনুমান করার কথা। ৯০ মিনিটের ম্যাচে ৭ গোল হওয়া তো কম কথা নয়। উরুগুয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে জয় পেয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল, আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলের জয় পেয়েছে উরুগুয়ের বিপক্ষে। আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
কারাকাসের ন্যাশনাল ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের জালে নিয়মিত বিরতিতে গোল দিকে থাকে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ৩–০ গোলে এগিয়ে যায় আকাশী নীলরা। ৩৮ মিনিটে ক্লদিও এচেভেরি করেন ম্যাচের প্রথম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আবারও গোল করেন এচেভেরি। দলের তৃতীয় গোল করেন মাহের মরিসিও কারিজো।
একের পর এক গোল হজম করতে থাকা উরুগুয়ে প্রথম গোলের দেখা পায় ৬০ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড হোয়াকিন ল্যাভেগা। উরুগুয়ে ব্যবধান কমানোর পর দ্রুতই নিজের দ্বিতীয় গোল করেন কারিজো। তাতে আর্জেন্টিনা এগিয়ে যায় ৪-১ গোলে।
সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে নাটকীয়তা বেড়েছে। ৭৫ মিনিটে ল্যাভেগা দ্বিতীয় গোল করলে ম্যাচের স্কোরলাইন হয় আর্জেন্টিনা ৪: উরুগুয়ে ২। ৮৬ মিনিটে এস্তেবাল নাহুয়েল ক্রুচ্চি পিকার্দো করেন উরুগুয়ের তৃতীয় গোল। ম্যাচের শেষের দিকে (৯০ মিনিটে) হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সে যা-ই হোক, ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা।
চূড়ান্ত পর্বে গত রাতে ৬ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ইয়াগো তেওদোরো দা সিলভা নোগুইয়েরা। তবে ৮৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সেলেসাওরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার ইগর সেরোতে। শেষ পর্যন্ত কলম্বিয়া ১-০ গোলে হেরেছে ব্রাজিলের কাছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিলের ২ ম্যাচে ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ২ ম্যাচে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।
নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। কিন্তু লক্ষ্য একটাই—দেশের জন্য ভালো কিছু করা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে এটি মিরাজের প্রথম সিরিজ। নেতৃত্বের দিক থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এটা তাঁকে খুব বেশি ভাবাচ্ছে না
৫ ঘণ্টা আগেশ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের ওয়ানডে পরিসংখ্যান বেশ দারুণ। ১৪ ইনিংসে শিকার করেছেন ২৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার—২৬টি।
৭ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
৯ ঘণ্টা আগে