Ajker Patrika

বাড়ি ফিরতে পেরে খুশি পেলে

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ২৮
বাড়ি ফিরতে পেরে খুশি পেলে

হাসপাতালের সঙ্গে একপ্রকার বন্ধুত্ব হয়ে গিয়েছিল পেলের। এই বাড়ি ফেরেন তো এই আবার হাসপাতালে। এবার অবশ্য বেশ লম্বা সময় হাসপাতালে কাটাতে হলো এই ফুটবল কিংবদন্তিকে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ৮০ বছর বয়সী পেলে। 

সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যার কারণে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর কোলন টিউমার ধরা পড়ে তাঁর। অপারেশনের পর সফলভাবেই সেই টিউমার অপসারণ করা হয়েছে। এরপর তাঁকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়। 

হাসপাতাল থেকে বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পেলে। তিনি লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদ্‌যাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনো লাফাতে পারব না। কিন্তু গত কয়েক দিন আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।’ 

বাড়ি ফিরতে পেরে দারুণ খুশি পেলে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছিল। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত