মৌসুমের শেষ মিলান ডার্বি। সেই ডার্বি জিতলেই নিষ্পত্তি হয়ে যাবে সিরি আ। ৫ রাউন্ড হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো হাতে নেবে ইন্তার মিলান। সেটিও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে, ১৭ পয়েন্ট এগিয়ে থেকে। তবে ঐতিহাসিক সান সিরোতে আজ রাতেই কী শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় দল হিসেবে শিরোপা উৎসবে মাতবে নেরাজ্জুরিরা? তার আগেই অবশ্য সুখবর পেয়েছে ইন্টার।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল সিমোনে ইনজাঘির নামও। তবে গতকাল ইন্তারের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। জুভেন্তাসের ৯ বছরের দাপট ভেঙে ২০২০-২১ মৌসুমে নেরাজ্জুরিদের লিগ জিতিয়ে আন্তোনিও কন্তে বিদায় নিলে সান সিরোতে আসেন সিমোনে। গত মৌসুমে তাঁর অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ইন্তার।
এবার লিগ পুনরুদ্ধারে তরতর করে এগিয়েছে সিমোনের দল। সেই পথের কাঁটা হয়ে কিছু সময়ের জন্য হলেও ইন্তারের উৎসব বিলম্বিত করতে চান স্তেফানো পিওলি। এই ডার্বি যে মিলান কোচের কাছে দায়মোচনের! নিজেই এমনটা মনে করেন ১১ বছর পর ২০২১-২২ মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানো কোচ, ‘আমাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু—গর্ব, দায়িত্ব এবং স্বত্ব নিয়ে খেলব। লিগ টেবিল, (গত) বৃহস্পতিবারের বিদায়, ইন্তারের স্কুদেত্তো পেছাতে করতে এ লড়াই। এটি দায়মোচনের, গর্ব করার মতো সুযোগ।’
মৌসুমের প্রথম ডার্বিতে বড় ব্যবধানে হারের সঙ্গে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। রোমার কাছে দুই লেগে হেরে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে মিলান। শিরোপা শূন্য মৌসুম কাটাতে যাওয়া স্তেফানো এমন দায়মোচনের স্বপ্ন তো দেখবেনই ৭০ হাজার দর্শকের সামনে ডার্বি জিতে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে তাই নিজেদের নিংড়ে দেওয়ার কথায় জানালেন তিনি, ‘আগামীকাল (আজ) আমাদের সবকিছুই করতে হবে যাতে তারা জিততে না পারে।’
মৌসুমের শেষ মিলান ডার্বি। সেই ডার্বি জিতলেই নিষ্পত্তি হয়ে যাবে সিরি আ। ৫ রাউন্ড হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো হাতে নেবে ইন্তার মিলান। সেটিও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে, ১৭ পয়েন্ট এগিয়ে থেকে। তবে ঐতিহাসিক সান সিরোতে আজ রাতেই কী শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় দল হিসেবে শিরোপা উৎসবে মাতবে নেরাজ্জুরিরা? তার আগেই অবশ্য সুখবর পেয়েছে ইন্টার।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল সিমোনে ইনজাঘির নামও। তবে গতকাল ইন্তারের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। জুভেন্তাসের ৯ বছরের দাপট ভেঙে ২০২০-২১ মৌসুমে নেরাজ্জুরিদের লিগ জিতিয়ে আন্তোনিও কন্তে বিদায় নিলে সান সিরোতে আসেন সিমোনে। গত মৌসুমে তাঁর অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ইন্তার।
এবার লিগ পুনরুদ্ধারে তরতর করে এগিয়েছে সিমোনের দল। সেই পথের কাঁটা হয়ে কিছু সময়ের জন্য হলেও ইন্তারের উৎসব বিলম্বিত করতে চান স্তেফানো পিওলি। এই ডার্বি যে মিলান কোচের কাছে দায়মোচনের! নিজেই এমনটা মনে করেন ১১ বছর পর ২০২১-২২ মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানো কোচ, ‘আমাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু—গর্ব, দায়িত্ব এবং স্বত্ব নিয়ে খেলব। লিগ টেবিল, (গত) বৃহস্পতিবারের বিদায়, ইন্তারের স্কুদেত্তো পেছাতে করতে এ লড়াই। এটি দায়মোচনের, গর্ব করার মতো সুযোগ।’
মৌসুমের প্রথম ডার্বিতে বড় ব্যবধানে হারের সঙ্গে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। রোমার কাছে দুই লেগে হেরে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে মিলান। শিরোপা শূন্য মৌসুম কাটাতে যাওয়া স্তেফানো এমন দায়মোচনের স্বপ্ন তো দেখবেনই ৭০ হাজার দর্শকের সামনে ডার্বি জিতে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে তাই নিজেদের নিংড়ে দেওয়ার কথায় জানালেন তিনি, ‘আগামীকাল (আজ) আমাদের সবকিছুই করতে হবে যাতে তারা জিততে না পারে।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে