Ajker Patrika

১২২ মিলিয়ন পাউন্ডের ক্ষতিতেও নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি!

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ০০
১২২ মিলিয়ন পাউন্ডের ক্ষতিতেও নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি!

২০১৭ সালে দলবদলের বাজারে ঝড় তুলে বার্সেলোনা থেকে ১৯৮ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এখন পর্যন্ত দলবদলের বাজারে এটিই কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি দাম। নেইমারকে এত খরচ করে দলে আনার উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা। এখন পর্যন্ত পিএসজির সেই আশা পূরণ হয়নি। মাঝে একবার ফাইনালে ওঠা ছাড়া আর কোনো সাফল্য নেই নেইমারের পিএসজির। 

এমনকি এবার লিওনেল মেসিকে এনেও সুবিধা করতে পারেনি পিএসজি। দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে প্যারিস পরাশক্তিদের যাত্রা। এই অবস্থায় নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে ক্লাবটি। শোনা যাচ্ছে, ৭৬ মিলিয়ন পাউন্ড পেলেও নেইমারকে ছেড়ে দেবে পিএসজি। তেমনটি হলে ব্রাজিলিয়ান তারকার পেছনে পিএসজির ক্ষতি হবে ১২২ মিলিয়ন পাউন্ড।

তবে পিএসজি নেইমারকে বিক্রি করে দিলে ৭৬ মিলিয়ন পাউন্ড হবে সর্বনিম্ন মূল্য। সে ক্ষেত্রে একাধিক ক্লাব হয়তো নেইমারকে কেনার দৌড়ে শামিল হবে। সেটি হলে দর–কষাকষিতে আরও কিছুটা বাড়তে পারে সাবেক এই বার্সা তারকার মূল্য। তবে সেটি নিশ্চিতভাবেই ২০১৭ সালে নেইমারের যে দাম উঠেছিল তার কাছাকাছি হবে না। 

এদিকে নেইমার অবশ্য পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি পিএসজি সমর্থকদের ধুয়োর জবাবে নেইমার বলেন, ‘এখনো প্যারিস সেন্ট জার্মেইতে আমার তিন বছরের চুক্তি বাকি আছে। আমি এখানে আরও তিন বছর আছি। তাই ধুয়ো দেওয়া বন্ধ করুন।’ তবে দলবদলের বাজারে যেহেতু কোনো কিছু নিশ্চিত না, তাই আসলে কী হতে যাচ্ছে তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত