অনলাইন ডেস্ক
নির্বাচনী উত্তাপ খুব একটা নেই। তবে সবার দৃষ্টি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেসের দিকে। কারণ, এটাই কাজী সালাউদ্দিনের বিদায়ী সভা। আর এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি। ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাস না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাসও হয়।
এদিন কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন।
এদিকে বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও বাজেট নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। প্রতিনিধিরা (ডেলিগেট) এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেওয়ার জন্য রেফার করেছেন।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। তিনি কংগ্রেসে তাঁর বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখে বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।
নির্বাচনী উত্তাপ খুব একটা নেই। তবে সবার দৃষ্টি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেসের দিকে। কারণ, এটাই কাজী সালাউদ্দিনের বিদায়ী সভা। আর এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি। ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাস না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাসও হয়।
এদিন কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন।
এদিকে বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও বাজেট নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। প্রতিনিধিরা (ডেলিগেট) এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেওয়ার জন্য রেফার করেছেন।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। তিনি কংগ্রেসে তাঁর বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখে বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৬ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে