নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরো ম্যাচে বল দখলের হার ৫৮ শতাংশ। লক্ষ্য বরাবর শট চারটি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ম্যাচের প্রায় পুরো নিয়ন্ত্রণটা নিজেদের দখলেই রেখেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সাত ম্যাচ পর এসেছে কাঙ্ক্ষিত জয়টাও। জয়ের পর হাসিমুখে থাকলেও শিষ্যদের খেলা দেখে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন!
সাফের প্রথম ম্যাচে গতকাল মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। একের পর এক আক্রমণ গড়েও লঙ্কানদের বিপক্ষে শেষ পর্যন্ত জয় এসেছে কি না ডিফেন্ডার তপু বর্মণের পেনাল্টি গোল থেকে! শিষ্যদের গোলমুখে হোঁচট খাওয়া আর ফিনিশিংয়ের অভাব, মাত্র পাঁচ সেশনে তাঁর কৌশলের সঙ্গে যে জাতীয় দলের ফুটবলাররা খাপ খাইয়ে নিতে পারেননি, সেটা ভালোই বুঝতে পারছেন অস্কার।
ব্রিটিশ কোচ জেমি ডে সাফের আগে দুই মাসের জন্য অব্যাহতি পাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব পান অস্কার ব্রুজোন। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বলেছিলেন, জেমির ৩-৪-৩ ফরমেশনে পাল্টে বাংলাদেশকে খেলাবেন ৪-৩-৩ ফরমেশনে। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা এই ফরমেশন ধরে হলেও পরে লঙ্কানদের কড়া রক্ষণের কারণে দ্বিতীয়ার্ধে খেলার পুরো ধরনটা পাল্টেছেন বলে কাল ম্যাচ শেষে জানালেন অস্কার, ‘আমরা চেয়েছিলাম খেলার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে খেলতে। কিন্তু প্রথমার্ধে লঙ্কানরা অনেক ভেতরে এসে রক্ষণাত্মক খেলা খেলেছে। তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই মিডফিল্ডারও রক্ষণের কাজ করেছে। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তাই আমরা ফরমেশনটা পাল্টে ৪-৪-২ করে খেলেছি।’
আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আরও ভালো করতে হবে। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সময় খুশি থাকলেও এই খেলা দিয়ে যে পরের তিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব নয়, সেটা শিষ্যদেরও মনে করিয়ে দিয়েছেন অস্কার, ‘শারীরিকভাবে আমরা বেশ শক্তিশালী আর দৃঢ় ফুটবল খেলেছি। কিন্তু আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আমাদের আরও ভালো করতে হবে। আমরা দ্বিতীয়ার্ধে ৫-৬টা সুযোগ পেয়েছিলাম কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। আমাদের এ নিয়ে আরও কাজ করতে হবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি, সবার খেলায় আমি খুশিও। তবে বাকি ম্যাচগুলোতে আমাদের অনেক সতর্ক হতে হবে। আজ (গতকাল) আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগগুলো আমরা আর পরের ম্যাচগুলোতে পাব না। সুযোগকে আমাদের গোলে রূপান্তর করা শিখতে হবে।’
দলের রক্ষণ নিয়ে অবশ্য খুশি অস্কার, ‘পুরো ৯০ মিনিট খেলাটা আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণও ঠিক ছিল। এটা বলতে পারি, শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে ভালো কোনো সুযোগ পায়নি। আমরা সব রকম সুযোগই পেয়েছি। সেটপিস, আক্রমণ, ক্রস—সবই ছিল। ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।’ জয়সূচক গোল করার পর ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘আমার সতীর্থরা দারুণ খেলেছে। আমার দলের জন্য গোল করে খুশি। নিজের জন্যও খুশি। আমি সব সময়ই চেষ্টা করি কোচের কথা শুনতে। তবে এই গোলটা কিন্তু আমার সেরা গোল নয়। আফগানিস্তানের বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে করা গোলটাই আমার ক্যারিয়ারে সেরা গোল।’
পুরো ম্যাচে বল দখলের হার ৫৮ শতাংশ। লক্ষ্য বরাবর শট চারটি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ম্যাচের প্রায় পুরো নিয়ন্ত্রণটা নিজেদের দখলেই রেখেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সাত ম্যাচ পর এসেছে কাঙ্ক্ষিত জয়টাও। জয়ের পর হাসিমুখে থাকলেও শিষ্যদের খেলা দেখে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন!
সাফের প্রথম ম্যাচে গতকাল মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। একের পর এক আক্রমণ গড়েও লঙ্কানদের বিপক্ষে শেষ পর্যন্ত জয় এসেছে কি না ডিফেন্ডার তপু বর্মণের পেনাল্টি গোল থেকে! শিষ্যদের গোলমুখে হোঁচট খাওয়া আর ফিনিশিংয়ের অভাব, মাত্র পাঁচ সেশনে তাঁর কৌশলের সঙ্গে যে জাতীয় দলের ফুটবলাররা খাপ খাইয়ে নিতে পারেননি, সেটা ভালোই বুঝতে পারছেন অস্কার।
ব্রিটিশ কোচ জেমি ডে সাফের আগে দুই মাসের জন্য অব্যাহতি পাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব পান অস্কার ব্রুজোন। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বলেছিলেন, জেমির ৩-৪-৩ ফরমেশনে পাল্টে বাংলাদেশকে খেলাবেন ৪-৩-৩ ফরমেশনে। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা এই ফরমেশন ধরে হলেও পরে লঙ্কানদের কড়া রক্ষণের কারণে দ্বিতীয়ার্ধে খেলার পুরো ধরনটা পাল্টেছেন বলে কাল ম্যাচ শেষে জানালেন অস্কার, ‘আমরা চেয়েছিলাম খেলার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে খেলতে। কিন্তু প্রথমার্ধে লঙ্কানরা অনেক ভেতরে এসে রক্ষণাত্মক খেলা খেলেছে। তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই মিডফিল্ডারও রক্ষণের কাজ করেছে। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তাই আমরা ফরমেশনটা পাল্টে ৪-৪-২ করে খেলেছি।’
আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আরও ভালো করতে হবে। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সময় খুশি থাকলেও এই খেলা দিয়ে যে পরের তিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব নয়, সেটা শিষ্যদেরও মনে করিয়ে দিয়েছেন অস্কার, ‘শারীরিকভাবে আমরা বেশ শক্তিশালী আর দৃঢ় ফুটবল খেলেছি। কিন্তু আমার একমাত্র দুশ্চিন্তা ফিনিশিং নিয়ে। আমাদের আরও ভালো করতে হবে। আমরা দ্বিতীয়ার্ধে ৫-৬টা সুযোগ পেয়েছিলাম কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। আমাদের এ নিয়ে আরও কাজ করতে হবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি, সবার খেলায় আমি খুশিও। তবে বাকি ম্যাচগুলোতে আমাদের অনেক সতর্ক হতে হবে। আজ (গতকাল) আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগগুলো আমরা আর পরের ম্যাচগুলোতে পাব না। সুযোগকে আমাদের গোলে রূপান্তর করা শিখতে হবে।’
দলের রক্ষণ নিয়ে অবশ্য খুশি অস্কার, ‘পুরো ৯০ মিনিট খেলাটা আমরা নিয়ন্ত্রণ করেছি। রক্ষণও ঠিক ছিল। এটা বলতে পারি, শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে ভালো কোনো সুযোগ পায়নি। আমরা সব রকম সুযোগই পেয়েছি। সেটপিস, আক্রমণ, ক্রস—সবই ছিল। ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।’ জয়সূচক গোল করার পর ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘আমার সতীর্থরা দারুণ খেলেছে। আমার দলের জন্য গোল করে খুশি। নিজের জন্যও খুশি। আমি সব সময়ই চেষ্টা করি কোচের কথা শুনতে। তবে এই গোলটা কিন্তু আমার সেরা গোল নয়। আফগানিস্তানের বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে করা গোলটাই আমার ক্যারিয়ারে সেরা গোল।’
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে