সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’
একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।
সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’
একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে