Ajker Patrika

এশিয়ান কাপে খেলা নিশ্চিত, তবু উদ্‌যাপন জমিয়ে রেখেছেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিয়ানমার ম্যাচের ধকল কাটিয়ে উঠতে সুইমিংপুলে মারিয়া-রুপনারা। ছবি: বাফুফে
মিয়ানমার ম্যাচের ধকল কাটিয়ে উঠতে সুইমিংপুলে মারিয়া-রুপনারা। ছবি: বাফুফে

তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সময় এখন তাই আনন্দ উল্লাসের। তবে উদ্‌যাপন আপাতত জমিয়ে রেখেছেন মেয়েরা।

আজ জিম ও সাঁতার কাটিয়ে রিকভারি সেশন করেছেন মেয়েরা। ছিল না মাঠের কোনো অনুশীলন। ৫ জুলাই নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা খুব ভালো ভাবে আছে খুব ভালো মুডে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ গেছে। এটার জন্য আমরা আজ রিকভারি সেশন করছি। এটা আমি বলব যে, আমাদের এতোদিনের যে কষ্ট মেয়েদের সেটারই ফসল হিসেবে আমরা গতকাল ইতিহাস গড়েছি। কাল আরেকটি ম্যাচ আছে। আমরা এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছি। আমরা এই ম্যাচ জিতে... অস্ট্রেলিয়ার পথ তো আমরা পেরিয়েছি। আশা করি আমাদের মেয়েরা আরও ভালো করবে সামনে।’

মিয়ানমারেও যাওয়ার আগে থেকে লক্ষ্য পুষে রেখেছিলেন শিউলি আজিম। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, ‘আসলে আমরা যখন আমাদের গ্রুপ দেখলাম। দেখার পর আসলে একটা লক্ষ্য ছিল, এবার যদি আমরা চাই... সবাই যদি নিজেদের হৃদয় থেকে খেলি আমরা কোয়ালিফাই করতে পারব। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা এখনো পুরোপুরি সেভাবে উদ্‌যাপন করিনি। সেটা রেখে দিয়েছি। শেষ ম্যাচটির পর আমরা পুরোপুরি আনন্দ করব, উদ্‌যাপন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত