আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
নেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এনিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১২ মিনিট আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৩ ঘণ্টা আগে