Ajker Patrika

ইউরোপিয়ান ক্লাসিকোয় লড়াইটা বেলিংহাম-কেইনেরও

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৭: ২৬
ইউরোপিয়ান ক্লাসিকোয় লড়াইটা বেলিংহাম-কেইনেরও

‘ব্ল্যাক বিস্ট’—বাংলা করলে দাঁড়ায় ‘কালো জানোয়ার’। কাউকে অপমান করার জন্য এর চেয়ে জুতসই শব্দগুচ্ছ আর কী হতে পারে! রিয়াল মাদ্রিদের সমর্থকেরা ঠিক এই নামে ডাকে বায়ার্ন মিউনিখকে। অবাক হচ্ছেন তো? তাহলে ফেরা যাক ২০০৬-০৭ মৌসুমে। সেবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দুই লেগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর ব্যবধান ৪-৪ থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে যায় বায়ার্ন।

সেই থেকে রিয়াল-সমর্থকদের দুই চোখের বিষ বায়ার্ন পেয়ে গেল ‘ব্ল্যাক বিস্ট’ বা ‘বেস্তিয়া নেগ্রা’ তকমা। তবে কালো অ্যাওয়ে জার্সি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকার কারণে জার্মান জায়ান্টদের এমন নামকরণ—সেটি অজানা। যে কারণেই হোক, ইউরোপে লস ব্লাঙ্কোসদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো বাভারিয়ানরাই। চ্যাম্পিয়নস লিগে দুই দলের চেয়ে বেশি মুখোমুখি আর যে কেউ হয়নি!

সবচেয়ে বেশি শিরোপা, ফাইনাল, সেমিফাইনাল, অংশগ্রহণ, জয়—এ তালিকা করলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে যথাক্রমে রিয়াল ও বায়ার্ন। এমনিতে তো আর দুই জায়ান্টের লড়াইকে ‘ইউরোপিয়ান ক্লাসিকো’ বলা হয় না। ঠিক ছয় বছর পর সেই ক্লাসিকোতে আজ রাতে কালো জানোয়ারদের মুখোমুখি হচ্ছে ‘সাদারা’। সাদা হচ্ছে রিয়ালের ডাকনাম, লস ব্লাঙ্কোসের বাংলা অর্থ।

এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগ খেলতে মিউনিখ সফরে যাবে কার্লো আনচেলত্তির দল। দুই সেমিতে এসেছে দুই ইংলিশ জায়ান্টকে বধ করে। বায়ার্ন হারিয়েছে আর্সেনালকে আর রিয়াল প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটির ওপর। তবে এবার রিয়ালের ওপর প্রতিশোধ নিতে চাইবে বায়ার্ন। সবশেষ দেখায় যে শেষ চারে বাভারিয়ানদের হৃদয় ভেঙেছিল রিয়াল।

লড়াইটা জার্মান-স্প্যানিশদের মধ্যে হলেও দু দলই তাকিয়ে দুই ইংলিশের দিকে। মাদ্রিদের ‘ডন’ কার্লো আনচেলত্তির ইন্দ্রজাল যদি হয় জুড বেলিংহাম, তবে জার্মানির ‘প্রফেসর’ টমাস টুখেলের ব্রহ্মাস্ত্র হ্যারি কেইন। নিজেদের ক্লাবে প্রথম মৌসুমেই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন তাঁরা। তবে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক মিডফিল্ডার বেলিংহামকে আগে থেকে জানেন বলে আগেভাগে সতর্ক টুখেল, ‘জুড অসাধারণ। সে এখানে বুন্দেসলিগায় চমৎকার ছিল। সে এমন কিছু করে যেন আগে কখনো করেইনি। তবে আমরা সবাই এ নিয়ে সতর্ক।’ 

অ্যালিয়েঞ্জ অ্যারেনার নিজের শেষ মৌসুম কাটানো টুখেল অবশ্য রিয়ালের বিপক্ষে জয়ের আশা করতেই পারেন। অন্তত অপ্টার তথ্য বাভারিয়ানদেরই আশা দেখাচ্ছে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টা সুপার কম্পিউটার জানাচ্ছে, রিয়ালের জয়ের সম্ভাবনা ৩৯.৭ শতাংশ! বায়ার্নের—৬০.৩!

প্রথম লেগে বায়ার্ন জিতলে ওয়েম্বলির পথে এক ধাপ এগিয়ে যাবেন টুখেল। কিন্তু প্রতিপক্ষের ডাগআউটে আনচেলত্তি থাকবেন বলেই একটু দুশ্চিন্তায় থাকতে হচ্ছে বায়ার্নকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত