নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিষয়টা এক প্রকার নির্ধারিতই ছিল। গত মৌসুমে শূন্য হাতে মৌসুম শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল চার মৌসুম ধরে কোচের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।
২০১৮ সালের ডিসেম্বর থেকে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন লেমোস। প্রথম মৌসুমেই আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। আন্তর্জাতিক সাফল্য পেলেও দেশের ঘরোয়া ফুটবলে চার মৌসুমে লিগ শিরোপা জেতাতে পারেননি লেমোস।
লিগ শিরোপা না জেতা, গত মৌসুমে সাফল্যহীন থাকায় লেমোসের সঙ্গে আর নতুন করে চুক্তি বাড়েনি আবাহনীতে। নিজের ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’
লেমোসের জায়গায় নতুন কোচ নিতেও বেশি সময় নেয়নি আবাহনী। ২০০৭ সালের পর আবারও আকাশি-নীল ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। সাইফের কোচ থাকা কালে রেফারিকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
শুধু কোচিংয়েই নয়, পরিবর্তন এসেছে আবাহনীর ম্যানেজার পর্যায়েও। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ও ফিটনেস ট্রেইনার নজরুল ইসলামকে। সত্যজিৎ দাস রুপু জায়গা পেয়েছেন ক্লাবের ফুটবল কমিটিতে।
বিষয়টা এক প্রকার নির্ধারিতই ছিল। গত মৌসুমে শূন্য হাতে মৌসুম শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল চার মৌসুম ধরে কোচের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।
২০১৮ সালের ডিসেম্বর থেকে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন লেমোস। প্রথম মৌসুমেই আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। আন্তর্জাতিক সাফল্য পেলেও দেশের ঘরোয়া ফুটবলে চার মৌসুমে লিগ শিরোপা জেতাতে পারেননি লেমোস।
লিগ শিরোপা না জেতা, গত মৌসুমে সাফল্যহীন থাকায় লেমোসের সঙ্গে আর নতুন করে চুক্তি বাড়েনি আবাহনীতে। নিজের ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’
লেমোসের জায়গায় নতুন কোচ নিতেও বেশি সময় নেয়নি আবাহনী। ২০০৭ সালের পর আবারও আকাশি-নীল ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। সাইফের কোচ থাকা কালে রেফারিকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
শুধু কোচিংয়েই নয়, পরিবর্তন এসেছে আবাহনীর ম্যানেজার পর্যায়েও। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ও ফিটনেস ট্রেইনার নজরুল ইসলামকে। সত্যজিৎ দাস রুপু জায়গা পেয়েছেন ক্লাবের ফুটবল কমিটিতে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৪ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে