Ajker Patrika

লিভারপুল সমর্থকদের ভালোবাসার মুহূর্ত কখনো ভুলবেন না রোনালদো

লিভারপুল সমর্থকদের ভালোবাসার মুহূর্ত কখনো ভুলবেন না রোনালদো

কদিন আগে সদ্যোজাত যমজ সন্তানের একজনকে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্তান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত রোনালদো পরদিন লিভারপুল ম্যাচে স্বাভাবিকভাবেই ছিলেন দলের বাইরে। তবে রোনালদোকে সেদিন ভিন্নভাবে অ্যানফিল্ডে স্মরণ করেছিলেন লিভারপুল সমর্থকেরা। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা পাঠিয়েছেন রোনালদোও। 

সন্তান হারানো রোনালদোকে সান্ত্বনা দিতে সেদিন অ্যানফিল্ডে একীভূত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে খেলা চলার সময়ই গোটা অ্যানফিল্ড সব ভেদাভেদ ভুলে গেয়ে ওঠে লিভারপুলের ট্রেডমার্ক সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। 

লিভারপুল সমর্থকদের এই আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেও ধন্যবাদ জানিয়েছেন ‘অল রেড’ সমর্থকদের। রোনালদো লিখেন, ‘এক বিশ্ব, এক খেলা, একটাই বৈশ্বিক পরিবার। ধন্যবাদ অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার সম্মান ও সহমর্মিতার এই মুহূর্তটা কখনোই ভুলব না।’ 

ম্যাচের ৭ম মিনিটে ঘটা হৃদয়স্পর্শী এই ঘটনাটি নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘এটাই ম্যাচের মুহূর্ত। আমরা সবাই তার কষ্ট অনুভব করছি।’ 

এর আগে সন্তান হারানো খবর জানিয়ে রোনালদো লিখেছিলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত