নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও ছিল শেষ পর্যায়ে। তখনো স্পেন-জার্মানির ম্যাচের ফল ১-১ সমতা। দর্শকেরা হয়তো টাইব্রেকারের রোমাঞ্চ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বদলে গেল ম্যাচের গতিপথ। শেষ মুহূর্তে জার্মান সমর্থকদের চুপ করিয়ে দিলেন মিকেল মেরিনো। দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত হেডে করেছেন লক্ষ্যভেদ।
স্পেনের সেমিফাইনাল নিশ্চিত করা গোলের সঙ্গে হতাশায় ভাসালেন স্বাগতিক জার্মানিকে। গোলের পর স্প্যানিশ দর্শকদের বাঁধনহারা উল্লাস, সঙ্গে স্টুটগার্ট এরেনায় মেরিনো ‘ট্রেডমার্ক’ উদ্যাপনে সতেজ হয়ে ওঠে ৩৩ বছর আগের স্মৃতি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচটি হয়েছিল স্টুটগার্ট এরেনায়। এই মাঠে খেলেছেন মেরিনোর বাবা আনহেল মেরিনো। ১৯৯১ সালে উয়েফা কাপের দ্বিতীয় লেগে ওসাসুনার বিপক্ষে করেছিলেন দারুণ একটি গোলও। গোল করার পরই কর্নার ফ্ল্যাগের পাশ ঘুরে করেছিলেন ভিন্নরকম এক উদ্যাপন।
৩৩ বছর পর একই উদ্যাপন করে পিতার স্মৃতি ফেরালেন জুনিয়র মেরানো। জার্মানির বিপক্ষে ম্যাচের ১১৯ মিনিটে হেডে দুর্দান্ত গোল করে কর্নার ফ্ল্যাগ ঘিরে মুষ্টিবদ্ধ হাতে চক্কর দিয়ে উদ্যাপন করেন এই মিডফিল্ডার। শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় ‘লা রোজাদের’।
নাটকীয় ম্যাচটির পর উচ্ছ্বাসিত মেরিনো বললেন, ‘এই স্টেডিয়ামে এমন কিছু আছে যা আমাদের জন্য সৌভাগ্য এনে দিয়েছে। আমার বাবা এখানে গোল করেছে। এটি আমাদের জন্য বিশেষ স্টেডিয়াম।’ মিগেল মেরিনো স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআরকে বলেছেন, ‘তিনি তার ছেলের অর্জনে প্রচুর গর্ব অনুভব করেছেন এবং তার উদ্যাপন পুনরায় করা দেখে আনন্দিত হয়েছেন।’
স্পেনের জাতীয় দলের খেলা হয়নি সিনিয়র মেরিনোর। ছেলের প্রসঙ্গে রসিকতা করে বলেন, ‘উদ্দেশ্য ছিল আমাকে খারাপ দেখানোর। যদি সে ইতিমধ্যে আমাকে ছাড়িয়ে গিয়ে থাকে, এখন আর আমার স্টুটগার্ট গোলের একাত্মতা নেই। এখন আমাকে শুধু চুপ থাকতে হবে এবং তাকে বড় একটা চুম্বন দিতে হবে, কারণ এটা তাঁর প্রাপ্য।’
চর বছর আগে স্টুটগার্টের এই জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল মিকেল মেরিনোর। বর্তমানে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও ছিল শেষ পর্যায়ে। তখনো স্পেন-জার্মানির ম্যাচের ফল ১-১ সমতা। দর্শকেরা হয়তো টাইব্রেকারের রোমাঞ্চ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বদলে গেল ম্যাচের গতিপথ। শেষ মুহূর্তে জার্মান সমর্থকদের চুপ করিয়ে দিলেন মিকেল মেরিনো। দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত হেডে করেছেন লক্ষ্যভেদ।
স্পেনের সেমিফাইনাল নিশ্চিত করা গোলের সঙ্গে হতাশায় ভাসালেন স্বাগতিক জার্মানিকে। গোলের পর স্প্যানিশ দর্শকদের বাঁধনহারা উল্লাস, সঙ্গে স্টুটগার্ট এরেনায় মেরিনো ‘ট্রেডমার্ক’ উদ্যাপনে সতেজ হয়ে ওঠে ৩৩ বছর আগের স্মৃতি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচটি হয়েছিল স্টুটগার্ট এরেনায়। এই মাঠে খেলেছেন মেরিনোর বাবা আনহেল মেরিনো। ১৯৯১ সালে উয়েফা কাপের দ্বিতীয় লেগে ওসাসুনার বিপক্ষে করেছিলেন দারুণ একটি গোলও। গোল করার পরই কর্নার ফ্ল্যাগের পাশ ঘুরে করেছিলেন ভিন্নরকম এক উদ্যাপন।
৩৩ বছর পর একই উদ্যাপন করে পিতার স্মৃতি ফেরালেন জুনিয়র মেরানো। জার্মানির বিপক্ষে ম্যাচের ১১৯ মিনিটে হেডে দুর্দান্ত গোল করে কর্নার ফ্ল্যাগ ঘিরে মুষ্টিবদ্ধ হাতে চক্কর দিয়ে উদ্যাপন করেন এই মিডফিল্ডার। শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় ‘লা রোজাদের’।
নাটকীয় ম্যাচটির পর উচ্ছ্বাসিত মেরিনো বললেন, ‘এই স্টেডিয়ামে এমন কিছু আছে যা আমাদের জন্য সৌভাগ্য এনে দিয়েছে। আমার বাবা এখানে গোল করেছে। এটি আমাদের জন্য বিশেষ স্টেডিয়াম।’ মিগেল মেরিনো স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআরকে বলেছেন, ‘তিনি তার ছেলের অর্জনে প্রচুর গর্ব অনুভব করেছেন এবং তার উদ্যাপন পুনরায় করা দেখে আনন্দিত হয়েছেন।’
স্পেনের জাতীয় দলের খেলা হয়নি সিনিয়র মেরিনোর। ছেলের প্রসঙ্গে রসিকতা করে বলেন, ‘উদ্দেশ্য ছিল আমাকে খারাপ দেখানোর। যদি সে ইতিমধ্যে আমাকে ছাড়িয়ে গিয়ে থাকে, এখন আর আমার স্টুটগার্ট গোলের একাত্মতা নেই। এখন আমাকে শুধু চুপ থাকতে হবে এবং তাকে বড় একটা চুম্বন দিতে হবে, কারণ এটা তাঁর প্রাপ্য।’
চর বছর আগে স্টুটগার্টের এই জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল মিকেল মেরিনোর। বর্তমানে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে