Ajker Patrika

মেসিকে ৪৬১৭ কোটি টাকার প্রস্তাব আল হিলালের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১: ২৪
মেসিকে ৪৬১৭ কোটি টাকার প্রস্তাব আল হিলালের

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আবারও দ্বৈরথটা দেখা যেতে পারে লিওনেল মেসির। যদি আর্জেন্টাইন অধিনায়ক আল হিলালের প্রস্তাবে সাড়া দেন তবে। এত দিন দুই পক্ষকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। গতকাল তা আর গুঞ্জনে থাকেনি, পিএসজি তারকাকে দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ক্লাবটি। 

সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করলে ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন মেসি। এমনই লোভনীয় প্রস্তাব দিয়েছে আল হিলাল। জানা গেছে, বছরে বাংলাদেশি মুদ্রায় ৪৬১৭ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও এমনটি জানিয়েছে। 

আল হিলালের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সঙ্গে সামাজিক মাধ্যমে মেসিকে নিয়ে তিনটি বিষয়ও জানিয়েছেন তিনি। প্রথমত, ইউরোপে খেলা চালিয়ে যাওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন মেসি। দ্বিতীয়ত, মেসির সঙ্গে সরাসরি কথা বলার জন্য বার্সেলোনা আর্থিক সংগতি নীতি (এফএফপির) অপেক্ষা আছে। আর শেষটি হচ্ছে, পিএসজির নতুন প্রস্তাবে এখনো সাড়া দেননি মেসি। সঙ্গে কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন তিনি। 

অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটা আরও জোরালো হয়েছিল মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবে গত মাসে যাওয়ায়। এবার যখন পিএসজির সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের চুক্তি শেষ হতে চলেছে, ঠিক তখনই প্রস্তাব দিয়ে বসেছে তারা। এ ছাড়া সাবেক বার্সেলোনা তারকা দেশটির পর্যটন বোর্ডের দূত হওয়ায় ক্লাবটি হয়তো সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে। 

মেসিকে পেতে আরও দুই ক্লাবের নামও শোনা যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি, অন্যটি হচ্ছে তাঁর প্রিয় ক্লাব বার্সা। তিনি নিজেও ক্লাব ছাড়ার সময় বার্সায় ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন দেখার বিষয় শেষটা তিনি কোথায় করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত