নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে