নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। যার এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। যার এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৮ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৯ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
১১ ঘণ্টা আগে