ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।
ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে